শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কসবায় বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

news-image

কসবা প্রতিনিধি: শুক্রবার (১২ জুন) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে কসবা টি.আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে শিকারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে গোপীনাথপুর ইউনিয়নের নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়। অপরদিকে বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে বাদৈর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ট্রাইবেকারে ৬-৫ গোলে হারিয়ে হাজী মকবুল হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়।
    পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) সোহেল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিছুল হক ভূইয়া। উদ্বোধক ছিলেন আইনমন্ত্রীর সহকারী একান্ত সচিব এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন; জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বনিক, কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষ মো: তাফাজ্জল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম আহবায়ক কাজী মো: আজহারুল ইসলাম, এম.জি হাক্কানী, কায়েমপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো: আমজাদ হোসেন সরকার, বাদৈর ইউপি চেয়ারম্যান এম মারুফ হাছান ও বায়েক ইউপি চেয়ারম্যান মো: বিল্লাল হোসেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন; কসবা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো: দেলোয়ার হোসেন, মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক আহমেদ ভূইয়া ও হাতুরাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজ্জাকুল হায়দার চৌধুরী। ফাইনাল খেলা পরিচালনা করেন কামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: গোলাম কিবরিয়া। এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক