শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

লজ্জাজনক মনে করছি সিটি নির্বাচনের ত্রুটি তদন্ত না করায়

news-image

ডেস্ক রির্পোট বিএনপির সিটি করপোরেশন নির্বাচন বয়কট দুর্ভাগ্যজনক। এমন মন্তব্য করে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডব্লিউ গিবসন এও বলেছেন, সিটি করপোরেশন নির্বাচনের ত্রুটি তদন্ত না করা লজ্জাজনক। তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের একমাত্র পূর্বশর্ত নয়। এর সঙ্গে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতাও গুরুত্বপূর্ণ। গণতন্ত্র হচ্ছে, প্রতিদিনের জবাবদিহিতা।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস
অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব) আয়েজিত ডিকাব টক অনুষ্ঠানে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
ডিকাবের সভাপতি মাসুদ করিম ও সাধারণ সম্পাদক বশির আহমেদ এ সময় উপস্থিত ছিলেন।
গিবসন আশা করেন, নির্বাচিত মেয়ররা তাদের কাজের মাধ্যমে ঢাকাকে আদর্শ নগরীতে পরিণত করবেন। যুক্তরাজ্য টেকসই গণতন্ত্রের জন্য সব রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনাকে উৎসাহিত করে।
সম্প্রতি, অনুষ্ঠিত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশেন নির্বাচন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের দিন সকালে পর্যবেক্ষণের পর সুষ্ঠু পরিবেশের কারণে আমি স্বাগত জানিয়েছিলাম। কিন্তু দুঃখজনক সারাদিন সেই সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় থাকেনি। দুপুরের দিকে বিএনপিও নির্বাচন বর্জন করে।
এরপরেও আমরা আশা করেছিলাম, যে সব ইস্যুতে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছিল, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেসব বিষয়ে তদন্দ করবে। কিন্তু সেটি পরে আর করা হয়নি; যা অত্যন্ত লজ্জাজনক।
 
তবে বাংলাদেশের গণতন্ত্রের প্রশংসাও করেন ব্রিটিশ হাইকমিশনার।
 
তিনি বলেন, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার এ দেশে গণতন্ত্রের যাত্রা ব্যাহত হলেও মানুষ গণতন্ত্রেরই পক্ষে; যা বাংলাদেশের জন্য খুব ইতিবাচক।
 
সংবাদমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে হাইকমিশনার গিবসন বলেন, বাংলাদেশের সংবাদমাধ্যমে স্বাধীনতা রয়েছে। তবে সংবাদমাধ্যমের স্বাধীনতা আর দায়িত্বশীলতার মধ্যে ভারসাম্য রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ।
 
বাংলাদেশের পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বঙ্গবন্ধুর সবার সঙ্গে বন্ধুতা, কারো সঙ্গে বৈরিতা নয়-এই নীতির প্রশংসা করেন।
 
অপর এক প্রশ্নের জবাবে গিবসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী। এ ক্ষেত্রে তিনি আশা করেন, সরকার বিদেশি বিনিয়োগের পথে বাধা হয়ে থাকা দুর্নীতির মতো ইস্যুগুলোর সমাধান করবে। তাহলেই বাংলাদেশ দ্রুত উন্নতি করবে।

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক