ব্রাহ্মণবাড়িয়ায় আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া॥ বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ব্রাহ্মণবাড়িয়া জেলার আয়োজনে জেলা সমাবেশ গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-মহাপরিচালক (প্রশাসন) কর্ণেল এ.কে.এম আসিফ ইকবাল। আনসার ও ভিডিপি’র কুমিল্লা রেঞ্জের পরিচালক মো. হীরা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আজাদ ছাল্লাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ড. আশরাফুল আলম প্রমুখ। সমাবেশ শেষে জেলার ১৩ জন আনসার সদস্যের মাঝে সেলাই মেশিন ও ৪০ জন আনসার সদস্যের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।