বাঞ্ছারামপুরে পৌর নির্বাচনের আইন শৃঙ্খলা বিষয়ক সভা
নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসন ও প্রার্থীদের সমন্বয়ে মিলনায়নে গতকাল সোমবার আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর-ই-খাজা আল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আজাদ ছাল্লাল। আঞ্চলিক নির্বাচন অফিসার (কুমিল্লা) বিভুর কুমার বিশ্বাস, জেলা নির্বাচন অফিসার মোঃ আলাউদ্দিন আল মামুন, সহকারী কমিশনার (ভুমি) মামুন সর্দার, উপজেলা নির্বাচন অফিসার সৌমেন বিশ্বাস, প্রার্থীদের মধ্যে মোঃ হযরত আলী, তোফাজ্জল হোসেন, মাহমুদুল হামান ভুইয়া, আল আমিন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সকলের সহযোগীতায় সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সকলে ঐক্যমত পোষন করে।