শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

বিএনপি দল আছে নাকি? খালেদা কে দিয়ে হবে না ! ফোনালাপ ফাঁস! (অডিও)

news-image

ডেস্ক রিপোর্ট : বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেঃ জেঃ (অবঃ) মাহবুবুর রহমান এবং বিএনপি নেতা রইস এর কথোপকথন ফাঁস। সেখানে কথা হয় বিএনপির নানান দুর্বলতা ব্যর্থতা নিয়ে। আলোচনায় উঠে আসে বিএনপির কর্ণধার ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, নরেন্দ্র মোদী, প্রণব মুখার্জি এবং জামাত প্রসঙ্গ। এই গোপন কথোপকথনটি বাংলা লিকস নামে একটি ইউটিউব চ্যানেল প্রকাশ করে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেঃ জেঃ (অবঃ) মাহবুব এবং বিএনপি নেতা রইস এর উক্ত ফাঁস হওয়া গোপন কথোপকথনটি নিচে হুবহু তুলে ধরা হল-

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : হ্যালো রইস

বিএনপি নেতা রইস : হ্যালো আসসালামুয়ালাইকুম স্যার, কেমন আছেন স্যার?

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : বলতো কেমন আছি?

বিএনপি নেতা রইস : গরমের মধ্যে কেমন থাকবেন স্যার। যে গরম পড়ছেৃৃ

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : হ্যাঁ এইটা ভালো কথা বলছ,

বিএনপি নেতা রইস : আর আমাদের রাজনীতি যে ঠান্ডা হয়ে গেছে আর কেমনে ভালো থাকবেন।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : রাজনীতি ঠান্ডা কিন্তু প্রকৃতি গরম।

বিএনপি নেতা রইস : আমাদের এখন মোদি আসতেছে, হাসিনাকে মোদী, কালকে যে সূর শুনলাম হাসান মাহমুদ, সুরঞ্জিত বলছে বিএনপির সাথে দেখা হবে না মোদির মনে হয়। মোদির সঙ্গে দেখা হবে কী স্যার?

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : আমি তোমাকে বলি আজকে বাংলাদেশ প্রতিদিনের খবর পড়বা। সাউথ ব্লক মানে হচ্ছে প্রধানমন্ত্রীর অফিস, আর সেনাবাহিনীর অফিস, নৌবাহিনীর অফিস, বিমান বাহিনীর অফিস। ওটা হচ্ছে ক্যাবিনেট অফিস। ওখানে খবর হচ্ছে যে, বাংলাদেশ ভারতবর্ষ তাদের পাঁচ হাজার বছরের ইতিহাসে এই রকম অপমান কেউ পায় নাই।

বিএনপি নেতা রইস : ওই যে প্রণব মুখার্জির সাথে দেখা না করা ওইটা?

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : হ্যাঁ, প্রণব মুখার্জি কোন ব্যক্তি ছিলেন না। উনি ছিলেন ১২০ কোটি মানুষের প্রতিনিধি এবং তাদের পতাকা বহন করে তিনি এখানে আসেন। এবং তাকে যেভাবে অপমানিত করা হয়েছে এবং ভারতের ইতিহাসে এ রকম অপমানিত কখনো কেউ হয় নাই। কারণ এটা ভারতের জঙগণকে অপমান করা হয়েছে। তাদের গণতন্ত্র কে অপমান করা হয়েছে। আরো বলছি, উনিতো প্রধানমন্ত্রী ছিলেন না। তবুও আমরা তাকে প্রধানমন্ত্রীর চেয়েও বেশী সম্মান দিয়েছিলাম তাকে। উনি সম্মানের মূল্য এভাবে দিলেন তার দেশে, উনি বলছিলেন আমার সাথে দেখা করবেন।

বিএনপি নেতা রইস : না না খালেদা জিয়া যখন ভারতে গেছে তখন তাকে লাল কার্ড দিয়ে সংবর্ধনা দিছে। চীনে দিছে।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : কাগজ পড় না। কাগজ পড়

বিএনপি নেতা রইস : পড়বো স্যার। আমি যেখানে আছিৃ

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : তোমার কথা কি মোদি দেখা করতেছে না রেৃৃ

বিএনপি নেতা রইস : নাহ, মোদী করবে না তো

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : এখানে ব্যপার-স্যপার কিছু হচ্ছে । নাহ মোদি নিজে বলছে। আরে প্রধানমন্ত্রী, আমাদের তো রাষ্ট্রপতি আছে। রাস্ত্রপতি কে তো সে দরজাই খুলল না।

বিএনপি নেতা রইস : এর আগে প্রণব মুখার্জি যখন ভারতের পররাষ্ট্র মন্ত্রী ছিল তখন খালেদার বাড়িতে গিয়ে দেখা করে গেছে।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : হ্যাঁ,

বিএনপি নেতা রইস : তখন তো এটা করলো না। খালেদা জিয়ার এই এক রোখামী টা ভুল হইছে স্যার। উনি বলে হরতালের মধ্যে আমি যাবো না। সে সময় হরতাল টা শিথিল করলে কি হত? দুই নাম্বার কথা খালেদা জিয়া কে হাসিনা যখন উনাকে টেলিফোন করছিলো ওই দিন উনি হরতাল টা উইড্র করে ভবনে যেয়ে বলে আসতো হয় আপনি পদত্যাগ করুন না হয় এই এই ফর্মুলায় আপনি নির্বাচন করুন। খালেদা জিয়ার কথা হল জনগণ আমাদের সঙ্গে আছে আমরা তাদের টেনে হিঁচড়ে নামাবো। আরে বোকার দল জনগন তোদের বুকের রক্ত দিয়ে লাভ কি? জনগণ বুঝে জায়গা মত গিয়ে আমাগো ভুলে জাস।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : ঠিক, ঠিক, ঠিক

বিএনপি নেতা রইস : তোরা তো চোর ভাটপার কে ভালো করে ছিনিস, ভালো লোকদের তো তোরা ছিনিস না।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : তোমাদের বিপদ আছেৃৃ

বিএনপি নেতা রইস : আমি আপনাকে যেটা বলতেছি খালেদা জিয়া ২০১৯ সালে ও ক্ষমতায় আসতে পারবে না।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : না ১৯ সালেও এরা ক্ষমতা দিবে না।

বিএনপি নেতা রইস : ক্ষমতা দিবে না। ১৯ সালে যে কাজটা করবে, ভারতের ছত্র-ছায়ায় আমাদের কে, আমরা যদিও ২০১৯ সালে অংশগ্রহণ করি আসনের বদলা মারে কাটে, মানে দল ওই যে করে নিয়ে ওরা ক্ষমতায় চলে যাবে। এখানে আপনাকে বলি বিএনপি ক্ষমতায় আসার কোন সম্ভাবনা নেই।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : নাই, নাই

বিএনপি নেতা রইস : যদি আল্লাহ্, যদি বলে সেনাবাহিনী দিয়ে আবার কোন বিদ্রোহ ঘোষণা করেৃ

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : নাহ সেনাবাহিনীর ওরা করবে না।

বিএনপি নেতা রইস : যদি কোন দিন বিদ্রোহ করেৃ

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : সেনাবাহিনীর কথা বলবি না। আমি সেনাবাহিনীর রেশন খাই, সেনাবাহিনীর পেনশন খাই, সেনাবাহিনীর দয়ায় বেঁছে আছি। সেনাবাহিনী সমন্ধে কোন প্রশ্নের উত্তর দিবো না।

বিএনপি নেতা রইস : তাইলে তো আমাদের আর কোন গতি নাই,

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : সেনাবাহিনী বিদ্রোহ করে তোমাদের হাতে ক্ষমতা দেয়া তাদের কাজ না। অতীতে অনেক ভুল করছে আর করবে না।

বিএনপি নেতা রইস : তাইলে খালেদা জিয়া কে ওই কথা গুলো বলে আসতে হবে, আমি গেলে আমার জীবন নিয়ে এসব করবো। খালেদা জিয়া কে দিয়ে আর হবে না কারণ যে পর্যায়ে এখন চলে গেছে তা আর হবে না। অনেকেই তো বলে খালেদা জিয়া বলছে আমরা কারো না। খালেদা বলছে আমরা করে ফেলছি। খালেদা জিয়া বললেও এখন আর হবে না। ওইটা হয়তো স্বার্থ বাজীর মতো কথা বার্তা। নেতৃত্বর মধ্যে গণতন্ত্র না আনলে হবে না। নেতাদের মধ্যে এই যে আপনাদের খালেদা জিয়ার কোন মিটিং নাই, মোদীর সঙ্গে দেখা না হলে স্যার আমরা পিছাইয়া যাবো স্যার। মোদীর সঙ্গে ভারত আমাদের যেভাবে দিছিলো, খালেদা জিয়া ওই চীন সফর করে আসলো তারপরেৃ

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : চীন যে সফর করাইয়া দিয়ে গেলাম সে মূল্যই তো দিলো না আমাকে বাদ দিয়ে দিলো রে।

বিএনপি নেতা রইস : না ওই জন্যই তো খালেদা জিয়ার এই অবস্থা।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : আমাকে তো রাখল না রেৃ

বিএনপি নেতা রইস : খালেদা জিয়ার এনালাইসিস টা ভুল। আপনে চীন সফর, ভারত সফর করে আসলেন । উনি এতো কিছু পাওয়ার পরেও উনি মনে করলো যে আমি আরো পাইতে চাই। তে পা, এখন তোকে কিছুই দিবে না।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : আর কি পাইতে চায় আমি তো বুঝলাম না। সেইখানে ওরা বলছে তুমি আমাদের বুকে ছুরি মারছো। এই অবস্থা থেকে তাকে আমি চীনে নিয়ে গেলাম। তাকে বাড়ি ছাড়া করলো, আমি একক ভাবে আমি চীনে নিয়ে গেলাম আর কেউ সাহস পায় নাই তখন। তারপর কি হল ফিরে আসার পর আমি নাই।

বিএনপি নেতা রইস : বিএনপি মনে করে আমাদের ধরে এনে ক্ষমতায় বসিয়ে দিবে।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : আমি কি ঠিক আছি?

বিএনপি নেতা রইস : না না আপনি ঠিক ই আছেন।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : তোমাদের যদি কেউ উপকার করে সেটা হচ্ছে বাংলাদেশী মানুষ, অথবা বিশ্ব পরিম-লে যতো গুলো লোক তোমরা হচ্ছ সব চেয়ে হারামি।

বিএনপি নেতা রইস : বিশ্ব পরিম-লে আর হচ্ছে না। আমার মনে হয় বাংলাদেশের মানুষ ও চুপচাপ হয়ে যাবে। আমাদের অবস্থা এখন খুব খারাপ।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : আমার মনে তোমরা যে আঘাত টা দিছো এটা ও তো কাবার ঘরে লাগছে রে ভাই।

বিএনপি নেতা রইস : আঘাত তো অনেকেই খাইছে স্যার।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : তুমি আবার প্রধানমন্ত্রী হইতে চাও। প্রধানমন্ত্রী হয়ে আবার আঘাত দিবে এটাতো আল্লাহ্ সহ্য করবে না। আমার মনে এতো আঘাত আমি সহ্য করবো না।

বিএনপি নেতা রইস : ভালো মানুষকে খালেদা জিয়া চিনতেই চায় না। ওই খানে তেল বাজী, তেল পার্টি।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : হুম

বিএনপি নেতা রইস : শিমুল বিশ্বাস, গয়েশ্বর, মির্জা আব্বাস এদের কে চিনলেই হবে। চিনুক!

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : তোমরা আমাকে কি অপমান টা না করলে ভুলে যাবো? ভুলা যায় না।

বিএনপি নেতা রইস : কাজী সিরাজ কি বলছে শুনছেনৃ

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : তুমি ওই কলাম টা বাংলাদেশের সবার ঘরে ঘরে দিয়ে আসো যাও।

বিএনপি নেতা রইস : খন্দকার দেলোয়ারের মনে ও অনেক দুঃখ ছিল খালেদা জিয়ার প্রতি। আমাকে সব বলেছে। যাক শেষ টাইমে আমাকে মহাসচিব করে গেছে আমি তার সাথে বেঈমানি করবো না।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : ওই আমি ও কিন্তু করিনি।

বিএনপি নেতা রইস : জিয়াউর রহমানের মাজারে যায় নাই বলে তাকে টেনে হিঁচড়ে নামালো।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : সংবিধানে কোথাও বলা আছে নাকি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করতে হবে? তার ওতো একটি ব্যক্তি স্বাধীনতা আছে। এভাবে করতে হলে সংবিধানে সংযোজন করে নাও।

বিএনপি নেতা রইস : একটা প্রেসিডেন্টের সঙ্গে প্রোটোকল দিয়ে পাওয়ার পরে খালেদা জিয়া মনে করে আমি নেত্রী। তুমি এখন পদে নাই। কোন কিছু নাই, শুনেন স্যারৃৃ

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : জামাত হরতাল ডাকছে আমি ছেপে যাবো, আরে জামাত হরতাল ডাকছে, ওটা কিসের হরতাল ছিল, তুমি ২০ দলের নেতা তুমি বলতা এই সময় থেকে এই সময় তোমরা হরতাল করো না। তাহলে তো হয়ে যায়।

বিএনপি নেতা রইস : হরতাল ওই শিথিল করলে কি ই ভা হতো? উনি যে বলে আমি হরতালে যেতে পারবো না এটা কোন কথা হল?

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : সে জন্যই জামাত ছাড়তে পারে না। জামাতে থাইকা উনি বুঝলেন জামাত ছাড়তে চায় না আমি কি করবো। তার মানে জামাতের সাথে এমন সম্পর্ক যে সে সময় যদি বিরাট কা- হয়ে যায়। তোমরা ওইটা রক্ষা করতে পারবা না। জামাত সম্পর্কে তোমরা জানো না।

বিএনপি নেতা রইস : তো জামাতেই ডুবাইলো খালেদা জিয়া কে এবার।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : নিজে নিজে ডুবে গেলে জামাত কি করবে।

বিএনপি নেতা রইস : এখন মহাসচিবের জামিন টা স্যার হয়ে যাওয়ার কথা ছিল? স্যার কবে যে হবে স্যার

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : হবে, হবে

বিএনপি নেতা রইস : এতো দিন হয়ে গেল এখন কেন জানি মনটা খারাপ লাগছে স্যার।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : তুমি কি মহাসচিবের সাথে দেখা করো?

বিএনপি নেতা রইস : হ্যাঁ, করি যখন কোর্টে আসে তখন।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : কথা হয়?

বিএনপি নেতা রইস : আমি ওইদিন নর্থ বেঙ্গলে ছিলামৃৃ

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : আমার কথা শুনো, ও যদি আগের মতন করে চলে জীবনেও জামিন হবে না। আমি বললাম লিখে নাও লিখে নাওৃৃৃ

বিএনপি নেতা রইস : না, আগের মতো চললে জামিন হবে না।

লেঃ জেঃ (অবঃ) মাহবুব : না না না, ও যদি আগের মতোন করে চলে, আমি বলতেছি, আমি তো এসব জানি বলেই বলতেছি, দ্বায় দায়িত্ব আমার, জীবনেও জামিন হবে না।

বিএনপি নেতা রইস : হ্যাঁ!

আমাদের সময়.কম

https://www.youtube.com/watch?v=tBXvfcSxhmM

এ জাতীয় আরও খবর

শিল্পী সমিতির নির্বাচন : সভাপতি মিশা সওদাগর, সাধারণ সম্পাদক ডিপজল নির্বাচিত

তাপপ্রবাহ : প্রাথমিক বিদ্যালয়ে অ্যাসেম্বলি না করানোর নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ায় রাতে ট্রেনের ধাক্কায় বাবার মৃত্যু, আহত মেয়ে

নাসিরনগরে কৃষকলীগের ৫২তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি