কামারুজ্জামানের ব্যাপারে আইনের বাইরে কিছু করবে না সরকার
ডেস্ক রির্পোট : স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জামায়াত নেতা কামারুজ্জামানের বিরুদ্ধে আদালতের দেয়া রায়ের কপি হাতে পেলেই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেই রায় কার্যকর করা হবে। তিনি বলেন, আইনের বাইরে কিছু করা হবে না। রায়ে যেভাবে লেখা থাকবে সেভাবেই সরকার কাজ করবে।
স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের কামারুজ্জামানের ফাঁসী কার্যকর করার ব্যাপারে কথা বলছিলেন। তিনি বলেন, কামারুজ্জামানের প্রাণ ভিক্ষার সুযোগ রায়ে থাকলে তাকে সে সুযোগ দেয়া হবে। তাহলে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ফাঁসীর মঞ্চ ও জল্লাদ প্রস্তুতি আগেভাগেই কেন এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, এটা স্বাভাবিক প্রস্তুতি, কামারুজ্জামানের ব্যাপারে কোনো বিশেষ প্রস্তুতি নেয়া হয়নি।
কামারুজ্জামানের ফাঁসী কার্যকর করা হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, পুলিশ, বিজিবি সতর্ক রয়েছে। তাছাড়া জনগণ সতর্ক রয়েছে। তারা কামারুজ্জামানের ফাঁসীর রায়ে খুশি হয়েছে।