ব্রাহ্মনবাড়িয়ায় বিপুল পরিমানের সরকারী ঔষধ উদ্ধার,আটক ১
আমীরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের চামিলীবাগের একটি বাসা থেকে বিপুল পরিমানের সরকারী ঔষধ উদ্বার করেছে ব্রাহ্মনবাড়িয়া সদর মডেল থানা পুলিশ।এ ঘটনায় এমদাদ হোসেন নামের একজনকে আটক করেছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান জানান আজ বিকেল ৪টা দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানার এএসপি তাপস রঞ্জন ঘোষের নেতৃত্বে একদল পুলিশ চামিলীবাগের অভিলাশ নামের একটি বাসার নিচ তলায় এমদাদের বাসায় অভিযান চালিয়ে বিপুল সংখ্যক সরকারী স্যালাইন,ইনজেকশান,জন্মনিয়ন্ত্রনের বিভিন্ন ট্যাবলেট,এন্টিবায়েটিক সহ বিপুল সংখ্যক ঔষদ উদ্ধার করে জব্দ করা হয়। তিনি জানান সরকারী হাসপাতালের কিছু সংখ্যক অসাধু কর্মকর্তা কর্মচারীদের কাছ থেকে এই ঔষধ সংগ্রহ করে প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করে আসছিল।যা বিনামূল্যে জনসাধারনের কাছে বিতরন করার কথা ছিল। এ ব্যাপারে তদন্ত চলছে এবং মামলার প্রস্তুতি চলছে।