মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আল-আমিন ফিরছেন আজ : অস্ট্রেলিয়া গেলেন শফিউল

3_225448ক্রীড়া ডেস্ক : বাংলাদেশের চূড়ান্ত বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি তার। তবুও শফিউল ইসলাম বিশ্বকাপে খেলবেন এমন ধারণা ছিল অনেকেরই।

বাংলাদেশের পেসাররা চোটপ্রবণ। কেউ চোটে পড়লে স্ট্যান্ডবাই থাকা শফিউলেরই ডাক পড়বে। কিন্তু শফিউল যেভাবে ডাক পেলেন, তা কল্পনাও করেননি কেউ। শৃঙ্খলা ভঙ্গের দায়ে আল-আমিনের বিশ্বকাপ শেষ হয়ে গেছে রোববারই। কাল আইসিসি অনুমতি দিয়েছে আল-আমিনের পরিবর্তে অস্ট্রেলিয়া যাবেন শফিউল ইসলাম। সোমবার এক বিবৃতিতে আইসিসি জানায়, টেকনিক্যাল কমিটি আল-আমিনের জায়গায় শফিউলকে বাংলাদেশ দলে নেয়ার অনুমোদন দিয়েছে। দলের সঙ্গে যোগ দিতে সোমবার রাত ৯টায় মেলবোর্নের উদ্দেশে দেশ ছেড়েছেন পেসার শফিউল। শৃঙ্খলা ভঙ্গের দায়ে কোনো খেলোয়াড়ের বিশ্বকাপ দল থেকে ছিটকে পড়ার ঘটনা বাংলাদেশের এটাই প্রথম। এদিকে বৃহস্পতিবার মেলবোর্নে শ্রীলংকার বিপক্ষে ম্যাচে শফিউল খেলতে পারবেন কিনা, এ বিষয়ে বিসিবি কিছু জানায়নি। এদিকে আজ ফিরছেন আল-আমিন।
রোবাবার আল-আমিনকে বিশ্বকাপ দল থেকে বাদ দেয়ার পর বিসিবি শফিউলকে প্রস্তুত থাকাতে বলে। বিমানের টিকিটসহ অন্য কাজগুলোও দ্রুত সেরে ফেলে বিসিবি। আইসিসির কাছে আল-আমিনের জায়গায় শফিউলকে নেয়ার প্রস্তাব পাঠান প্রধান নির্বাচক ফারুক আহমেদ। কাল দুপুরে আইসিসি শফিউলকে অনুমোদন দেয়ার পর শফিউল বিসিবিতে যান। প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু বুঝে নেন। এরপর রাত ৯টায় এমিরেটসের একটি ফ্লাইটে মেলবোর্নের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। যাওয়ার আগে শফিউল বলেন, ‘দলে না থাকলেও সব সময় প্রত্যাশা থাকে দল ভালো কিছু করুক। এবার নিজেই বিশ্বকাপ দলের সদস্য হয়েছি। আমার ওপর দায়িত্ব এখন ভালো খেলার। একাদশে সুযোগ পেলে দায়িত্বটা শতভাগ পালন করার চেষ্টা করব।’ ৫২ ওয়ানডেতে শফিউল নিয়েছেন ৫৮ উইকেট। ২০১১ বিশ্বকাপে ছয় ম্যাচে ৬ উইকেট নেন এই পেসার। ওই বিশ্বকাপেও মাশরাফির জায়গায় সুযোগ পান তিনি।
আল-আমিনের আজ সন্ধ্যা ৭টায় দেশে ফেরার কথা। তিনি সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অস্ট্রেলিয়ায় বিমানে ওঠেন। দলের নিয়ম অনুযায়ী রাত ১০টার পর হোটেলের বাইরে থাকতে হলে টিম ম্যানেজমেন্টের অনুমতি লাগে। কিন্তু আল-আমিন দুই রাত ১০টার পরও হোটেলের বাইরে ছিলেন। আকসু (আইসিসির দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিট) অভিযোগ না করলে বিসিবি হয়তো আল-আমিনকে নিয়ে এত বড় সিদ্ধান্ত নিত না। আইসিসি সরাসরি বিসিবিকে জানায়, আল-আমিনকে নিয়ে তাদের সন্দেহ রয়েছে। আল-আমিনকে কয়েকটা প্রশ্নও করেছে আকসু।
রোববার অস্ট্রেলিয়ায় সভাপতি নাজমুল হাসানের উপস্থিতিতে বিসিবির পরিচালকরা আলোচনা করে আল-আমিনকে বাদ দেয়ার সিদ্ধান্ত নেন। এই পেসারকে নিষিদ্ধ করার পর বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, দলের বিধি-নিষেধ ভাঙার জন্য আল-আমিন হোসেনকে দল থেকে বাদ দিয়ে দেশে ফেরত পাঠানো হচ্ছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘বাংলাদেশের বিশ্বকাপ অভিযান শেষে ম্যানেজারের রিপোর্ট পেয়ে বিসিবি বিধি-নিষেধ ভাঙার ব্যাপারে নিজেরা তদন্ত করবে।’

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি