নানা কর্মসূচীর মধ্যদিয়ে কসবায় অমর একুশে পালিত
শেখ কামাল উদ্দিন : কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে রাত ১২টা ১টা মিনিটে কসবা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, চিত্রাংকন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট মো: আনিছুল হক ভূইয়া। বিশেষ অতিথি ছিলেন; উপজেলা কৃষি অফিসার মো: কবীর হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: মাকছুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার ও কসবা মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: তসলিম মিয়া।
কসবা টি. আলী বিশ্ববিদ্যালয় কলেজের উপাধ্যক্ষ এ. কে. আজাদের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন; কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবু বকর সিদ্দিক, কসবা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমা বেগম ও আড়াইবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: নজরুল ইসলাম।
অপরদিকে দিবসটি পালনে স্থানীয় সিডিসি স্কুল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করেছে। সিডিসি স্কুলের সহ-প্রধান শিক্ষক সন্ধ্যা রানী সাহা’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কসবা প্রেসক্লাব সহ-সভাপতি নেপাল চন্দ্র সাহা। বিশেষ অতিথি ছিলেন; কসবা প্রেসক্লাব অর্থ সম্পাদক মো: অলিউল্লাহ সরকার অতুল, সমকাল প্রতিনিধি মো: সাইদুর রাহমান খান ও আমার সংবাদ প্রতিনিধি ভজন শংকর আচার্য্য। এ সময় স্কুলের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
তাছাড়া দিবসটি পালনে কসবা প্রেসক্লাব, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কসবা হিন্দু সৎকার সংগঠন, তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক – সামাজিক – সাংস্কৃতিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করেছে।