আশুগঞ্জে যথাযথ মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস পালিত।
আশুগঞ্জ প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদায় আশুগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উৎযাপিত হয়। ২১শে ফেব্র“য়ারীর প্রথম পহরে সমগ্র দেশ ব্যাপীর ন্যায় আশুগঞ্জ উপজেলা পরিষদের পক্ষে উপজেলা চেয়ারম্যান আবু আসিফ আহমেদ, আশুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সন্দীপ কুমার সিংহ, রাত ১২.০১ মিনিটে শহীদ মিনারের বেদীতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অপর্ণ করেন। তারপর একে একে আশুগঞ্জ পুলিশ প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, বাংলাদেশ জাতীয়তবাদী দল ব্এিনপি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ বছর আশুগঞ্জ উপজেলা প্রশাসন অত্যন্ত মনোরম পরিবেশে মহান শহীদ দিবস পালন করেন। দীর্ঘ দিন যাবৎ আশুগঞ্জ উপজেলার আঙ্গিনায় গড়ে উঠা ভাষা শহীদের যে শহীদ মিনার তা অবহেলায় পড়েছিল। এদিকে উপজেলা প্রশাসন সংস্কার করে এবার আকর্ষণীয় করে গড়ে তোলে। ফলে এ বছর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রতিষ্ঠানের পক্ষ থেকে মহান শহীদ দিবসে ভাষা শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ দিকে পূর্বের ন্যায় আশুগঞ্জ হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক হাজী মোঃ সফিউল্লাহ মিয়া ও যুগ্মআহ্বায়ক আবু নাছের আহমেদ। উপজেলা আওয়ামী লীগের অপর গ্র“পের প্রবীণ আওয়ামী লীগ নেতা হাজী মোঃ মাহবুবুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক মোঃ হানিফ মুন্সির নেতৃত্বে পৃথক পৃথক ভাবে শ্রদ্ধাঞ্জলী দেওয়া হয়। তাছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নেতৃবৃন্দ এই শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ভোরে দেখা যায় আশগুঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্র/ছাত্রীরা প্রভাত ফেরি সারি বেঁধে হাজারও জনতার ভির উপজেলা প্রশাসনের শহীদ মিনারে ও অন্যান্য শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল ৮টা ঘটিকায় উপজেলা প্রশাসন কর্তৃক দিনের কর্মসূচী হিসেবে আলোচনা সভার আয়োজন করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সন্দিপ কুমার সিংহের সভাপতিত্বে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও বিভিন্ন স্কুল, কলেজের অধ্যাপক, শিক্ষক, ছাত্র/ছাত্রীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশগ্রহণ করেন। এই দিবসটিকে কেন্দ্র করে আশুগঞ্জ চরচারতলা সম্মুখ সমবেরর স্মৃতিস্তম্ভকে আশুগঞ্জ নাইট রাইডার্স ক্লাবের পক্ষ থেকে আলোক সজ্জিত করা হয়।