কাউন্সিলর আক্তার হোসেন বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক লাভ
আমিরজাদা চৌধুরী : সমাজসেবায় বিশেষ অবদান ও সফল কাউন্সিল হিসেবে “ বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক” পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে তিনবার বিজয়ী কাউন্সিলর আক্তার হোসেন চৌধুরী। গত ২৫ নভেম্বর শাহবাগ কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরীর ভিআইপি সেমিনার হলে “জাতীয় চার নেতা জেল হত্যা দিবস উপলক্ষে” বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশন তাকে এই সম্মাননা প্রদান করেন।
“বঙ্গবীর জেনারেল ওসমানী স্মৃতি পদক” প্রদান উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মন্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী সতীশ চন্দ্র রায়।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ও বাংলাদেশ স্বপ্নকুড়ি ফাউন্ডেশনের সভাপতি আলহাজ্ব হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা উদ্বোধন করেন বিশিষ্ট আইনজীবী ও বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ূন। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন ভাষা সৈনিক শামসুল হুদা (একুশে পদকপ্রাপ্ত), সাবেক ডিআইজি, বিশিষ্ট মুক্তিযোদ্ধা প্রফেসর মোঃ আনোয়ার হোসেন।