কসবা কাঞ্চনমুড়ী গ্রামে মাহফিল
শেখ কামাল উদ্দিন : কসবা পৌরসভার কাঞ্চনমুড়ী পূর্ব পাড়া হাজী আবদুস সালামের বাড়ীর সংলগ্ন মাঠে কবরবাসীদের মাগফিরাতের উদ্দেশ্যে ওয়াজ ও দোয়া মাহফিল সোমবার (১ ডিসেম্বর) বিকেলে শুরু হবে।
কাঞ্চনমুড়ী জামে মসজিদের খতিব হযরত মাওলানা এ এফ সাকিফ আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির আসন অলংকৃত করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেমে দ্বীন, আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনেশিন পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা হযরত মাওলানা মোহাম্মদ গোলাম সারোয়ার সাঈদী। মাহফিলে ওয়াজ করবেন; ব্রাহ্মণবাড়িয়া কাউতলী জামে মসজিদের খতিব হযরত মাওলানা আরমান হোসেন, হযরত মাওলানা শফিকুল ইসলাম যুক্তিবাদী ও দেশ বরেণ্য ওলামায়ে কেরাম। ধর্মপ্রাণ ব্যক্তিদের উপস্থিত থাকার জন্য এন্তেজামিয়া কমিটির পক্ষে হাজী আবদুস সালাম সকলকে আহ্বান করেন।