বাংলাদেশ ওয়ানডে সিরিজ জয়
জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডে সিরিজও জিতেছে বাংলাদেশ। আজ তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ ১২৪ রানে জয় পেয়েছে।ফলে ৫ ম্যাচ সিরিজে বাংলাদেশ ৩-০-এ এগিয়ে থেকে সিরিজ নিশ্চিত করেছে। এখন টার্গেট টেস্ট সিরিজের মতো ওয়ানডেতেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা।
আজ মিরপুরে ২৯৮ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে সফরকারীরা ৩৯.৫ ওভারে ১৭৩ রানে অল আউট হয়ে যায়। আরাফাত সানি ৪টি, মাশরাফি মর্তুজা ও রুবেল হাসান ২টি করে এবং সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ ১টি করে উইকেট নেন।
তবে জিম্বাবুয়ের ইনিংসের শুরুতে মাশরাফি দুটি উইকেট নিয়ে জিম্বাবুয়েকে চেপে ধরেন। তারা ওই অবস্থা থেকে আর বের হতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেটের পতন তাদের জয়ের দিকে ঠেলে দেয়।
জিম্বাবুয়ের পক্ষে সর্বোচ্চ ৫৩ (অপ.) করেন চিগুম্বুরা। প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৭ উইকেটে ২৯৭ রান।