হাফ সেঞ্চুরি হলো না মুমিনুলের
ক্রীড়া ডেস্ক :একেবারে কাছে গিয়েও হাফ সেঞ্চুরি হলো না মুমিনুলের। আগের দিনের সাথে আজ মাত্র ২ রান যোগ করে সাজঘরে ফিরে গেছেন। বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৩ উইকেটে ৩১৬ রান। নতুন ব্যাটসম্যান হিসেবে নেমেছেন সাকিব আল হাসান। আর মাঠে আছেন মাহমুদুল্লাহ। তার রান ১২।
চট্টগ্রামে জিম্বাবুয়ের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিনে আজ বাংলাদেশ শুরু করেছিল ২ উইকেটে ৩০৩ রান নিয়ে।
বাংলাদেশ আগেই প্রথম দুটি টেস্ট জয়ের সুবাদে সিরিজ নিশ্চিত করে ফেলেছে। এই টেস্টে জয় মানে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করা। যেভাবে এগুচ্ছে, তাতে সেটাই স্বাভাবিক ফল হতে পারে।