কসবায় আবদুল হান্নান মাস্টারের কুলখানি অনুষ্ঠিত
শেখ কামাল উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ও পৌর সদরের তেতৈয়া গ্রামের বিশিষ্ট সমাজ সেবক, আবদুল হান্নান মাস্টারের কুলখানি নিজ বাড়ীতে শুক্রবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
গতকাল শুক্রবার সকালে আড়াইবাড়ী দরবার শরীফের বর্তমান গদ্দিনশিন পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মো. গোলাম সারোয়ার সাঈদী’র দোয়া মোনাজাতের মাধ্যমে কুলখানি শুরু হয়। এতে মরহুমের ছাত্র, আত্মীয় স্বজন, এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, ব্যাংকারসহ বিভিন্ন শ্রেণি পেশার অতিথিবৃন্দ অংশ গ্রহণ করেন।
প্রবীন শিক্ষক আবদুল হান্নান সাহেবের পুত্র সোনালী ব্যাংক লিমিটেড’র সাবেক সিনিয়র প্রিন্সিপাল অফিসার ব্রাহ্মণবাড়িয়া কলেজ পাড়ার অধিবাসী মোহাম্মদ হোসাইন ও পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।