প্রথম বিভাগ দাবা শুরু কাল
ক্রীড়া প্রতিবেদক :কাল থেকে শুরু হচ্ছে প্রথম বিভাগ দাবা প্রতিযোগিতা। গত আসরে দ্বিতীয় বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্স আপ গোল্ডেন চেস ক্লাব ও দেবদাস বিশ্বাস স্মৃতি সংসদ এবং প্রিমিয়ার থেকে রেলিগেশন হওয়া দুটি ক্লাব ফেইথ চেস ক্লাব ও বাংলাদেশ বিমান ছাড়াও অংশ নিচ্ছে সোনালী ব্যাংক, বসির মেমোরিয়াল চেস ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং, প্রতিভা দাবা গোষ্ঠী, ডেসটিনি ২০০০ লিমিটেড ও মহাখালী প্রদীপ সংঘ। ভারতের কয়েকজন রেটিংধারী দাবাড়– এই লীগে অংশ নিচ্ছে বিধায় এটি আন্তর্জাতিক রেটিং দাবা ইভেন্ট হিসেবে পরিগণিত হবে। রাউন্ড রবিন লীগ পদ্ধতির এই টুর্নামেন্টে শীর্ষ দুটি দল প্রিমিয়ারে খেলবে এবং সর্বনি¤েœ থাকা দুটি দল দ্বিতীয় বিভাগে অবনমন হবে। গতকাল সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন আন্তর্জাতিক অরবিটর হারুনুর রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি কেএম শহীদুল্লাহ, সেক্রেটারি সাইফুল তারেক, যুগ্ম সম্পাদক শামিম খান, মোরসালিন আহমেদ ও চেস ক্লাবের সভাপতি এনায়েত হোসেন।