সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৩
ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার টি,এস,আই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৮৭, তারিখ-১৯/০৪/১২, ধারা-১৪৩/৩৫৩/১৮৬/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩-৩-ক, মামলা নং-৬৬, তারিখ-১৯/০৩/১৩ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪, মামলা নং-২৪, তারিখ-০৯/১১/১৩ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/ ৩৫৩/৪৩৫/৪২৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩, মামলা নং-২৮, তারিখ-১০/১১/১৩ইং, ধারা-১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/ ৩০৭/৩৫৩/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩/৪, মামলা নং-৭৫, তারিখ-২৫/১১/১৩ইং, ধারা-১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/ ৩৫৩/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩, মামলা নং-১০২, তারিখ-২৯/১০/১৩ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩/৪, মামলা নং-২০, তারিখ-০৭/০৭/১৪ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩২৬/৩০৭/৩৪৩/৫০৬ পেনাল কোড এবং জি.আর-১২৪৯/১৩ এর সহিত জড়িত শীর্ষ সন্ত্রাসী আজাহার হোসেন চৌধুরী দিদার (৩২), পিতা-শাহাদাত হোসেন চৌধুরী পল্টু, সাং-উত্তর মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন নিউ মৌড়াইল এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে এবং অত্র থানাধীন কাজীপাড়া এলাকা হইতে পৃথক অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম (৩২), পিতা-মৃত শরীফুল ইসলাম, সাং-কাজীপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১১ (এগার) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করতঃ তাহার বিরুদ্ধে ০১টি মাদক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।
এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ আবু বকর সিদ্দিক, এটিএসআই/মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ মধ্যপাড়া পোয়াপুকুর পাড় এলাকা হইতে আলমগীর হোসেন (১৯), পিতা-মোঃ আউয়াল মিয়া, সাং-মধ্যপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গাঁজাসহ আটক করিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর জনাব ড. আশরাফুল আলম সাহেবের নিকট উপস্থাপন করিলে তিনি অভিযুক্ত আলমগীর হোসেনকে ০১ (এক) মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন এবং ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অত্র থানাধীন উড়শিউড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি.আর-১১৮০/১৩ এর ০২ (দুই) বৎসর ০১ মাসের সাজাপ্রাপ্ত আসামী জুবায়ের, পিতা-জিল্লু মিয়া, সাং-উড়শিউড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যাহত আছে।