মঙ্গলবার, ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার-৩

IMG Didar 1IMG_Kamrul 2

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আকুল চন্দ্র বিশ্বাস এর নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার টি,এস,আই/মাসুদ রানা সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করিয়া ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার মামলা নং-৮৭, তারিখ-১৯/০৪/১২, ধারা-১৪৩/৩৫৩/১৮৬/৩৭৯/৪২৭/৫০৬/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩-৩-ক, মামলা নং-৬৬, তারিখ-১৯/০৩/১৩ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৫৩ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিস্ফোরক উপাদানাবলী আইনের ৩/৪, মামলা নং-২৪, তারিখ-০৯/১১/১৩ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/ ৩৫৩/৪৩৫/৪২৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩, মামলা নং-২৮, তারিখ-১০/১১/১৩ইং, ধারা-১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/ ৩০৭/৩৫৩/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩/৪, মামলা নং-৭৫, তারিখ-২৫/১১/১৩ইং, ধারা-১৪৩/৩৪১/১৮৬/৩৩২/৩৩৩/৩০৭/ ৩৫৩/১১৪ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩, মামলা নং-১০২, তারিখ-২৯/১০/১৩ইং, ধারা-১৪৩/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭ পেনাল কোড তৎসহ ১৯০৮ সনের বিঃ উঃ আইনের ৩/৪, মামলা নং-২০, তারিখ-০৭/০৭/১৪ইং, ধারা-৩৬৫/৩৮৫/৩২৬/৩০৭/৩৪৩/৫০৬ পেনাল কোড এবং জি.আর-১২৪৯/১৩ এর সহিত জড়িত শীর্ষ সন্ত্রাসী আজাহার হোসেন চৌধুরী  দিদার (৩২), পিতা-শাহাদাত হোসেন চৌধুরী পল্টু, সাং-উত্তর মৌড়াইল, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে অত্র থানাধীন নিউ মৌড়াইল এলাকা হইতে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে এবং অত্র থানাধীন কাজীপাড়া এলাকা হইতে পৃথক অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ কামরুল ইসলাম (৩২), পিতা-মৃত শরীফুল ইসলাম, সাং-কাজীপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১১ (এগার) বোতল ফেন্সিডিলসহ গ্রেফতার করতঃ তাহার বিরুদ্ধে ০১টি মাদক মামলা রুজু করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। 

এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এসআই/মোঃ আবু বকর সিদ্দিক, এটিএসআই/মোঃ আব্দুল আলীম সঙ্গীয় ফোর্সসহ মধ্যপাড়া পোয়াপুকুর পাড় এলাকা হইতে  আলমগীর হোসেন (১৯), পিতা-মোঃ আউয়াল মিয়া, সাং-মধ্যপাড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গাঁজাসহ আটক করিয়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, ব্রাহ্মণবাড়িয়া সদর জনাব ড. আশরাফুল আলম সাহেবের নিকট উপস্থাপন করিলে তিনি অভিযুক্ত আলমগীর হোসেনকে ০১ (এক) মাসের বিনাশ্রম সাজা প্রদান করেন এবং ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার এএসআই/মোঃ মজিবুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অত্র থানাধীন উড়শিউড়া এলাকায় অভিযান পরিচালনা করিয়া জি.আর-১১৮০/১৩ এর ০২ (দুই) বৎসর ০১ মাসের সাজাপ্রাপ্ত আসামী জুবায়ের, পিতা-জিল্লু মিয়া, সাং-উড়শিউড়া, থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে। তদপুরী অত্র থানা এলাকার আইন-শৃংখলা রক্ষার্থে পুলিশি অভিযান অব্যাহত আছে।  

এ জাতীয় আরও খবর

ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির কার্যকরী কমিটিতে মোহাম্মদ রিপন মিয়া মুন্সি

পুষ্পা টু’র আয়ে অবিশ্বাস্য রেকর্ড

‘ঋতুপর্ণার বাড়িতে নাকি ছিল ফেরদৌস, তেমনই শুনলাম’

বাংলাদেশকে হোয়াইটওয়াশের লজ্জা দিলো আয়ারল্যান্ড

শীর্ষে উঠে গেল সাউথ আফ্রিকা, ফাইনালে যাচ্ছে না ভারত!

সরকার পতনের পরেই সিরিয়া ফুটবলে জার্সি ও লোগো পরিবর্তন

আসাদের পতনে বিপদে ইরান, সামনে কী?

শুরুর আগেই স্থগিত ৪৭তম বিসিএসের আবেদন

সোনার দাম বেড়েছে ভরিতে ১৬৬৬ টাকা

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ভারত

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বিআইডিএস গবেষণা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ শতাংশ গ্র্যাজুয়েট বেকার