শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

স্বাধীনতার প্রশ্নে স্কটল্যান্ডে ভোটগ্রহণ চলছে

scotlandস্কটল্যান্ডের স্বাধীনতার প্রশ্নে গণভোটে স্কটল্যান্ডের ভোটাররা এখন সিদ্ধান্ত নিচ্ছেন যে তারা যুক্তরাজ্যের অংশ হয়েই থাকবেন, নাকি তাদের ৩০০ বছরের সম্পর্কে ইতি টেনে একটি স্বাধীন রাষ্ট্র গঠন করবেন।

স্বাধীনতার পক্ষে 'হ্যাঁ' ভোট এবং বিপক্ষে 'না' ভোটকে ঘিরে স্কটিশ সমাজ এমনকি পরিবারের মধ্যেও বিভাজন দেখা দিয়েছে।

স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় ভোট কেন্দ্রগুলিতে প্রচুর মানুষ বেশ উৎসাহ নিয়ে ভোট দিতে আসছেন।

বিভিন্ন কেন্দ্রের বাইরে 'হ্যাঁ' এবং 'না' সমর্থকদের উপস্থিতিও লক্ষ্য করা যাচ্ছে।

তবে তিনি জানান, এখন পর্যন্ত ভোটের লাইন দেখা যাচ্ছে কমই। কিন্তু আজকের অফিসের সময়ের পর ভোটোরের উপস্থিতি আরো বাড়বে বলে কর্মকর্তারা মনে করছেন।

সংবাদদাতারা বলছেন, এই গণভোটে রায় দেয়ার জন্য ভোটারদের ৯৭% তালিকায় রেজিষ্ট্রেশন করেছেন।

স্কটল্যান্ডের নির্বাচনী ইতিহাসে এমন ঘটনা আগে আর কখনই দেখা যায়নি।

এই প্রথমবারের মতো ১৬ এবং ১৭ বছর বয়সীরাও এই গণভোটে ব্যালটপত্র জমা দিচ্ছেন।

এ জাতীয় আরও খবর