মঙ্গলবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আখাউড়ায় যৌন হয়রানির অভিযোগে সেই শিক্ষক গ্রেফতার

grafterছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ঘোলখার পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ওরফে মাজুকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার সকালে ওই ছাত্রীর মা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়েরের পর দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাম্মাদ হোসেন ঘটনার সত্যত‍া নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা যায়, গত ১৩ আগস্ট পঞ্চম শ্রেণির ওই ছাত্রী ইংরেজি বিষয়ের পরীক্ষা শেষে আগের দিন রেখে যাওয়া বাংলা বিষয়ের বই আনতে লাইব্রেরিতে যায়। এ সময় সঙ্গে থাকা আরেক শিক্ষার্থী বই নিয়ে দৌঁড়ে চলে এলেও প্রধান শিক্ষক মাজু মেয়েটিকে যৌন নির্যাতন করেন। পরে মেয়েটি বাড়ি ফিরে তার মাকে ঘটনাটি জানায়।

এদিকে স্থানীয়রা জানায়, মাজু মাস্টারের যৌন হয়রানির ঘটনা এলাকায় রটে যাওয়ার পর ছাত্রীরা বিদ্যালয়ে আসা বন্ধ করে দেয়। পরে বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরাও মুখ খুলতে শুরু করে। এরপর নির্যাতনের শিকার ছাত্রীর মা ঘটনাটি লিখিতভাবে পরিচালনা কমিটির লোকজনকে জানায়। অভিযোগের প্রেক্ষিতে তারা ওই শিক্ষককে দুই মাস বিদ্যালয়ে আসতে বারণ করেন। 

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোজিনা আক্তার ও হাফেজা বেগম বলেন, স্কুলের মেয়েরা এর আগেও ওই শিক্ষক দ্বারা এ ধরণের ঘটনার শিকার হয়েছে। তিনি ছাত্রীদের গায়ে হাত দিতেন। কিন্তু এতদিন কেউ মুখ খুলে কিছু বলত না। 

যৌন হয়রানির শিকার ছাত্রীর মা বলেন, লম্পট শিক্ষকের কঠিন শাস্তি হওয়া দরকার বলেই আমরা থানায় মামলা দায়ের করেছি।‍

এ জাতীয় আরও খবর

অধ্যাদেশ জারি: বঙ্গবন্ধু পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল

আজমির শরিফে গিয়ে বিচার চাইলেন অভিনেত্রী শ্রাবন্তী

পুরোপুরি বন্ধ হয়ে গেল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন

পরিবহন খাতের মাফিয়া ছিল শাজাহান খান গং

চাঁদা ও দখলবাজি রোধে হিমশিম খাচ্ছে বিএনপি

ঢাকা-দিল্লি সম্পর্কে টানাপড়েন

সহিংসতায় উত্তপ্ত মণিপুরের বর্তমান অবস্থা সম্পর্কে যা জানা গেলো

আবু সাঈদ হত্যায় অভিযুক্ত দুই পুলিশ সদস্য গ্রেফতার

হাত ধোয়ার জন্য ফের ২০ কোটি টাকা আবদার!

পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির উসকানির অভিযোগে হৃদয় গ্রেফতার

বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদের বিশেষ নিরাপত্তায় করা আইন বাতিল

এইচএসসির ফল কবে জানে না বোর্ড, প্রস্তাবনার অনুমোদনও মেলেনি