বিএনপি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে, অপেক্ষায় থাকেন
নিজস্ব প্রতিবেদক: ‘বিএনপির আন্দোলন করার শক্তি নেই’ আওয়ামী লীগ নেতৃবৃন্দের এমন বক্তব্যের তীব্র সমালোচনা করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগরীর আহ্বায়ক মির্জা আব্বাস বলেছেন, বাংলাদেশের জনগণ আন্দোলনের জন্য উন্মুখ হয়ে রয়েছে, কখন খালেদা জিয়া ডাক দেবেন। কাজেই ব্যস্ত হওয়ার কিছু নেই। বিএনপি সরকার পতনের আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। অপেক্ষায় থাকেন।
এ সময় সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, আর যদি আপনারা স্বেচ্ছায় বিদায় নিতে চান তাহলে খালেদা জিয়ার সঙ্গে আলোচনায় বসেন।
সোমবার বিকেলে নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে মহিলা দলের ঢাকাস্থ কেন্দ্রীয় কমিটি ও ঢাকা মহানগর কমিটির সাংগঠনিক সভায় তিনি এসব কথা বলেন।
আব্বাস বলেন, বর্তমানে দেশ যে রাজনৈতিক সময় পার করছে, এটা সহজ সময় নয়। সব সময় গুম-খুনের আতঙ্ক থাকে।
সভায় মহিলা দলের সভাপতি নূরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগকে ঘোষণাবিহীন ফ্যাসিস্ট সরকার উল্লেখ করে মির্জা আব্বাস বলেছেন, ইতিহাসে যত ফ্যাসিস্ট সরকারের ইতিহাস পড়েছি আওয়ামী লীগ সরকারের মতো এত টেকনিক্যাল ফ্যাসিস্ট সরকার আর দেখিনি|
তিনি বলেন, ইতিহাসে যত ফ্যাসিস্ট সরকার বিশ্বে ছিল তারা সবাই ঘোষণা দিলেও আওয়ামী লীগ সরকার কোন ঘোষণা না দিয়ে অত্যাচার করে| নেতা-নেত্রীরা কে কখন গুম, কখন খুন হবে তা কেউ বলতে পারে না বলেও উল্লেখ করেন তিনি|