বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে আহত ২০

attt 12ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।পুলিশ জানায়, শনিবার সকালে পৌর এলাকার ভাদুঘরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ব্যবসায়ী জসিম উদ্দিনের বাড়িতে প্রতিপক্ষের ২০ থেকে ২৫ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় হামলাকারীরা বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করে।

এদিকে ফুটবল খেলাকে কেন্দ্র করে নবীনগরে বড়িকান্দি ইউনিয়নের দুই গ্রামের কয়েকশ লোকের মুখোমুখি সংঘর্ষে চারজন টোটাবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। টোটাবিদ্ধদের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে কাইয়ুমকে (৪৫) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জের ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



নবীনগর থানার ওসি রুপক কুমার সাহা জানান, পরবর্তী সংর্ঘষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। 

এ জাতীয় আরও খবর