ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে কামরুল হাসান (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার শিমরাইলকান্দি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। কামরুল হাসান শিমরাইলকান্দি গ্রামের শহীদ মিয়ার ছেলে। রেল পুলিশ জানায়, দুপুরের কোন এক সময় কামরুল হাসান ট্রেনের নিচে কাটা পড়ে মারা যান। রেলওয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। বিকেলে নিহতের পরিবারের লোকজন তাকে সনাক্ত করে বলে পুলিশ জানায়।