ব্রাহ্মণবাড়িয়া সরাইলে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
বার্তা কক্ষঃসরাইলে পানিতে ডুবে সানি মিয়া (০৫) নামের এক শিশুর মৃত্যুর হয়েছে। বুধবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে শিশুটির নানা বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রামবাসী সূত্র জানায়, কালিকচ্ছ ইউনিয়নের বড়ইয়া গ্রামের সানু মিয়ার (৩০) স্ত্রী ঝুমা বেগম (২৫) দুদিন আগে তার একমাত্র শিশু পুত্র সানিকে নিয়ে দেওড়া গ্রামে মার বাড়িতে বেড়াতে যান। গতকাল বুধবার শিশুটি বাড়ির পাশে খেলা করছিল। এক পর্যায়ে সবার অজান্তে সানি বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর দুপুরে পুকুরের পানি থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।