রবিবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

দিল্লিতে ধুলিঝড়ে নিহত ১২

Indila dilli।।আন্তর্জাতিক ডেস্ক।। ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুক্রবার সন্ধ্যায় এক ভয়াবহ ধুলিঝড়ে কমপক্ষে ১২ জন নিহত এবং আরও ১৩ জন আহত হয়েছেন।ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের পাঁচটি বিমান। এছাড়া বাতিল হয়ে যায় ২৫টির বেশি ফ্লাইট। শত শত গাছপালা ভেঙে পড়ার কারণে শহর জুড়ে শুরু হয় ব্যাপক যানজট। অনেক এলাকায় দেখা দেয় দীর্ঘ বিদ্যুৎ বিপর্যয়।সংবাদ মাধ্যমে বলা হয়েছে, শুক্রবার স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে দিল্লির ওপর দিয়ে ঘণ্টায় ৯০ কিলোমিটার বেগে ধুলিঝড় বয়ে যায়।

দিল্লির বিভিন্ন এলাকায় গাছপালার নিচে পড়ে, ঘরের প্রাচীর ধসে এবং বৈদ্যুতিক তারে জড়িয়ে কমপক্ষে ১২ জন প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে দিল্লিতে নয়জন এবং গাজিয়াবাদে তিনজন নিহত হন। ঝড়ে দিল্লির সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলো হলো পূর্ব দিল্লি, নোইদা এবং গাজিয়াবাদ।শুক্রবারের ঝড়ে দিল্লির ব্যস্ত জীবনযাত্রা বেশ কয়েক ঘণ্টার জন্য স্থবির হয়ে পড়ে। গাছপালা এবং বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ার কারণে দিল্লির অনেক সড়কে যান চলাচল ব্যাহত হয।ঝড়ে দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুক্রবার ঝড়ে বিমানবন্দরের লটবহরের স্তূপ গড়িয়ে পড়লে এর নিচে পড়ে মারা যান এক কর্মী।বিমানে উঠার সিড়ি পড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বিমানবন্দরে অবস্থানকারী পাঁচটি বিমান। এছাড়া কমপক্ষে ২৫টি নির্ধারিত ফ্লাইট বাতিল করা হয়েছে। ঝড়ের কারণে দিল্লির রেল যোগাযোগও বিপর্যস্থ হয়। সবমিলিয়ে ১৬০টি রেলের নির্ধারিত সময়সূচি বাতিল করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর হলেন তাজুল ইসলাম

কালিয়াকৈরে হাসিনা-কাদেরের নামে দুই হত্যা মামলা

রোববার থেকে যে কোনো পরিমাণ টাকা তুলতে পারবেন গ্রাহক

সরকারকে আরও কঠোর হতে হবে: আবুল হায়াত

আশুলিয়ার সব পোশাক কারখানা খুলবে রোববার, আজ বন্ধ ছিল ৪৩টি

রেমিট্যান্সে সুবাতাস, নতুন রেকর্ডের ইঙ্গিত

মণিপুরের জিরিবাম বিভাগে জরুরি অবস্থা জারি

আমিরাতে ক্ষমা পাওয়া ১৪ বাংলাদেশি দেশে ফিরবেন আজ

নেইমারের মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে

লুট হওয়া ৫৩টি অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ২৫

ফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে ৪০৩