বিশ্বকাপের গান নিয়ে বির্তকিত পিটবুল-লোপেজ
বিনোদন ডেস্ক: কিংবদন্তী খেলোয়াড় পেলে পেন এবারের ফুটবল বিশ্বকাপ এ ব্রাজিলের জন্য একটি গান লিখেছেন। ‘উই আর ওয়ান (ওলে ওলা)’ শিরোনামের গানটি গেয়েছেন পিটবুল ও জেনিফার লোপেজ। সম্প্রতি গানটি নিয়ে বিতর্ক শুরু হয়েছে।
গানটি প্রচারের পর পর ব্রাজিলের ফুটবল প্রেমীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের কথা হলো ব্রাজিলকে অনুপ্রেরনা দেয়ার জন্য গানটি করা হয়ে থাকলেও আমেরিকান র্যাপ গায়ক পিটবুল এবং শিল্পী জেনিফার লোপেজ কেন গানটি গাইলেন। আর ব্রাজিলের শিল্পী হয়েও ক্লাউডিয়া লাত্তেকে গানটির শেষে শুধুমাত্র কিছু সময় গাইতে দেয়া হয়েছে। কেন তাকে কেন্দ্রীয় শিল্পী করা হলো না। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ব্রাজীলের ফুটবল প্রেমীরা।
আরও অভিযোগ জানা যায়, গানটির বেশীরভাগই ইংলিশ ও স্প্যানিশ ভাষায় শুধুমাত্র কয়েক সেকেন্ড এর জন্য স্থানীয় পর্তুগীজ ভাষায় কিছু লাইন গেয়েছেন লাত্তে। ব্রাজিলের এক সাংবাদিক মন্তব্য করেন, ‘ব্রাজিলের মিউজিক পুরো বিশ্বে জনপ্রিয় আর এই গান সেই সুনাম নষ্ট করেছে।’
অথচ শাকিরার ‘লা লা লা’ গানটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। ইউটিউবে ২৭ মিলিয়ন বারেরও বেশি গানটি দেখেছেন দর্শক।