কসবায় ৫০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার। প্রাইভেটকার আটক।
বার্তা কক্ষ: কসবায় ৫০ কেজি ভারতীয় গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় গাঁজাবাহী একটি প্রাইভেটকারও আটক করা হয়। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের হাজীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মহরম আলী (২২)। তার বাড়ি মৌলভীবাজার জেলার সোনাপুর গ্রামে। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে ৫টায় উপজেলার হাজীপুর এলাকায় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-০৩৪৬৭৫) আটক করে পুলিশ। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ পাচারকারী মহরম আলীকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেন, উদ্ধারকৃত গাঁজা ও প্রাইভেটকারের মূল্য আনুমানিক ১৫ লাখ টাকা হবে।