ইসলামিক ফাউন্ডেশনের ডিজির অপসারন দাবীতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ
ডেস্ক রিপোর্ট : ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম মোহাম্মদ আফজালের অপসারন দাবীতে গতকাল বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদ। দুপুরে জামেয়া ইউনুছিয়ার মাদ্রাসার প্রাঙ্গন থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করে। সমাবেশে কওমী ইসলামী ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হাফেজ খায়রুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন হাফেজ মাওলানা জুনাইদ আহাম্মদ, মুফতী আবু বকর, এইচ.এম. এরশাদ উল্লাহ্, এম. নুরুল্লাহ আল মানসুর, মাওলানা মমিন আহমদ, মাওলানা যোবায়ের আহমদ প্রমূখ। সমাবেশে বক্তারা অবিলম্বে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রকাশিত ‘শানে রাহমাতাল্লিল আলামিন’ বইটি বাজার থেকে প্রত্যাহার ও ইসলামিক ফাউন্ডেশনের ডিজির অপসারনের দাবী জানান এবং ব্রাহ্মণবাড়িয়ায় তাকে অবাঞ্চিত ঘোষণা করেন। আগামী এক সপ্তাহের মধ্যে বইটিকে বাজার থেকে প্রত্যাহার না করলে কঠোর আন্দোলন করার হুশিয়ারি প্রদান করে।