সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৪০

bijoy1

আমিরজাদা চৌধুরী:আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে তুচ্ছ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪০জন আহত হয়েছে। এসময় ২টি বাড়ির মালামাল লুট করে নিয়ে যায় প্রতিপক্ষের দাঙ্গাবাজরা। জানা যায়, উপজেলার চম্পকনগর ইউনিয়নের ফতেহপুর গ্রামের চৌধুরী বাড়ির গেন্দু চৌধুরী ও সাজিদ চৌধুরীর লোকজন আমতলী বাজারে বসার জায়গা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে সকাল প্রায় সাড়ে ৮টার দিকে সাজিদ চৌধুরীর পক্ষে অর্ধশতাধিক দাঙ্গাবাজ দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হামলা চালালে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। প্রায় দেড় ঘন্টাব্যাপী সংঘর্ষে নারীসহ কমপক্ষে ৪০জন আহত হয়। আহতদের মধ্যে জামাল (৬০), আব্দুস সালাম (৬৫), ফখরুল (২৬), আনোয়ার (২৪), শামীম চৌধুরী (২৪), মহসীন (১৮), কামরুল (২০), সেলিনা বেগম (৪৫), শাহিন (২৫), জুনায়েদ (১৮), বাবুল মিয়া (২৫), মোশাররফ (২৪), আলীমা বেগম (২১), গেন্দু চৌধুরী (৫০), আলীম চৌধুরী (৪৫), রফিয়া বেগম (৫০), লিজন আক্তার (১৮) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সংঘর্ষের সময় আলীম চৌধুরী ও শফিক চৌধুরী ২টি বাড়ির মালামাল লুট করে নিয়ে যায় দাঙ্গাবাজরা। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রসুল আহমেদ নিজামী জানান, পুলিশ যাবার আগে সংঘর্ষ শেষ হয়ে যায়। এখনো কোন পক্ষ মামলা দায়ের করেনি।

 

এ জাতীয় আরও খবর