রাশিয়ায় ট্রেন দুর্ঘটনায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার রাজধানী মস্কো থেকে ৬০ কিলোমিটার দূরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বেকাশোভো ১ নম্বর স্টেশনে মালবাহী ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী ট্রেনের পাঁচজন যাত্রী নিহত হয়েছে।
এঘটনায় আরও ৪৫ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাশিয়ার স্থানীয় সময় সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ট্রেনটে মস্কো থেকে মলদোভার সিসিয়ানোতে যাচ্ছিল।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি এ খবর নিশ্চিত করেছে।
এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে উদ্ধারকারী দলের সমন্বয়ক ভাদিম এন্ড্রনব।