শনিবার, ১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

টি-সিরিজকে ন্যান্সির ‘না’

মাস তিনেক আগে ভারতীয় অডিও প্রযোজনা প্রতিষ্ঠান টি-সিরিজ থেকে নজরুলসংগীতের পূর্ণাঙ্গ অ্যালবাম করার প্রস্তাব পান বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। আগে থেকে ভারতের ভিসা না থাকায় তড়িঘড়ি করে ভিসার প্রক্রিয়াটাও সেরে নেন তিনি। এরপর চলতি মাসের প্রথম সপ্তাহে কলকাতায় যান ন্যান্সি। কিন্তু কথাবার্তা বলার পর প্রযোজনা প্রতিষ্ঠানের প্রস্তাব পছন্দ না হওয়ায় অ্যালবামটির কাজ করবেন না বলেই সাফ জানিয়ে দেন ন্যান্সি।

এ প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘শুরুতে কথা ছিল কলকাতা থেকে প্রকাশিত হবে নজরুলসংগীতের বাংলা অ্যালবাম। এরপর সিদ্ধান্ত হয় হিন্দি ভার্সনেও অ্যালবামটি হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের এমন প্রস্তাব কিংবা উদ্যোগটি আমাকে মুগ্ধ করে। বলতে পারেন এমন পরিকল্পনার কথা শুনে আমি তাড়াহুড়ো করে ভিসার কাজ সেরে কলকাতায় ছুটে গিয়েছিলাম। তবে যে পরিমাণ উত্সাহ নিয়ে কলকাতায় গিয়েছিলাম তার দ্বিগুণ পরিমাণ হতাশা আর বিরক্তি নিয়ে ঢাকায় ফিরতে হয়েছে।’

কলকাতায় গিয়ে নিজের উপলব্ধি প্রসঙ্গে ন্যান্সি বলেন, ‘আমার মনে হয়েছে, ঢাকার যে কেউ চাইলেই কলকাতা থেকে অ্যালবাম প্রকাশ করতে পারেন। প্রয়োজন শুধু ইচ্ছার। তবে আমি কখনো এমন গান কিংবা অ্যালবাম করব না, যেখানে একজন শিল্পীর ন্যূনতম মূল্যায়নও থাকে না। কলকাতার কাজটিকে আমার তেমনই মনে হয়েছে।  ওদের একটা ধারণা হয়েছে, ঢাকার শিল্পী মানেই “ফ্রি”! আমি সেই ধারণাকে মিথ্যা প্রমাণের চেষ্টা করেছি।’

এদিকে কলকাতা থেকে কোনো অ্যালবাম প্রকাশ না করলেও ঈদে প্রকাশিত হতে যাচ্ছে ন্যান্সির নতুন একক অ্যালবাম। খুব শিগগির অ্যালবামটির নাম ও প্রযোজনা প্রতিষ্ঠান চূড়ান্ত করা হবে বলেও জানান ন্যান্সি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে শহীদ সালামের সমাধিতে পুষ্প স্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে 

নবীনগরে ডা: হামদু মিয়া স্মৃতি শিক্ষাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত। 

নবীনগর সাতমোড়া ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে যে ৫ পুষ্টির ঘাটতিতে

শুটিংয়ে আহত অক্ষয় কুমার

কুলি থেকে শীর্ষ অভিনেতা, কত টাকার মালিক রজনীকান্ত

এসএসসি পরীক্ষা শুরু ১০ এপ্রিল

আমিরাতে সোয়া ৩ কোটি টাকার লটারি জিতলেন নোয়াখালীর রুবেল

মধ্যরাত থেকে ঘন কুয়াশার আভাস, কবে কমবে জানালো আবহাওয়া অফিস

৪৭তম বিসিএসের আবেদন শুরু ২৯ ডিসেম্বর, বেড়েছে সময়

২৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে ফের চাপে বাংলাদেশ

বায়ুদূষণের ফলে বাড়ছে নারী-পুরুষ উভয়েরই বন্ধ্যাত্বের ঝুঁকি: গবেষণা