মঙ্গলবার, ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

বিজয়নগরে দু’পক্ষের সংঘর্ষ ,আহত ৪০

bb mapডেস্ক রির্পোট :ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নারীসহ ৪০ জন আহত হয়েছেন।
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ। এসময় ৩৩ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। বর্তমানে ওই গ্রামে উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়রা জানায়, বুধবার সকালে নাজিরাবাড়ি গ্রামে উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট তানভীর ভূঁইয়ার বেশ কয়েকটি পোস্টার ছিড়ে ফেলে একই এলাকার বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী কাজী রফিকুল ইসলামের সমর্থক হান্নানের নেতৃত্বে কয়েকজন যুবক। বিষয়টি দেখতে পেয়ে তানভীর ভূঁইয়ার সমর্থকরা তাদের মারধর করে।
এ ঘটনার জের ধরে দুপুরে ওই গ্রামের ছানাউল্লাহ মাস্টারের নেতৃত্বে কাজী রফিকুল ইসলামের সমর্থকরা এবং গ্রামের খেলু মিয়া সর্দারের নেতৃত্বে তানভীর ভূঁইয়ার সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের ৪০ জন আহত হন।
খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক লাঠিচার্জ এবং ৩৩ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে হারুন মিয়া (৪০), দুলাল মিয়া (৪০), ফরিদ মিয়া (৩৮), বিল্লাল মিয়া (৩৬), সাচ্চু মিয়া (৩২), আব্দুল গণি (৩০), জাহের মিয়া (৩০), আবু কালাম (৩০), আমিনুল ইসলাম (২৬), হাফিজ মিয়া (২৫), জসিম মিয়া (২৪), শাহীন মিয়া (২৪), মনোয়ারা বেগম (৩৫), আব্দুল কুদ্দুস (১৫), সাকিব (১৫), মাসুদ মিয়া (১৫), হামদু মিয়া (১২) ও আনচনা বেগমকে (১০) হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, সংঘর্ষ নিয়ন্ত্রণে  আনতে ৩৩ রাউন্ড রাবার বুলেট ছোড়া হয়েছে। পুনরায় সংঘর্ষ এড়াতে ওই গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অপরিবর্তিত থাকলো এলপিজির দাম

অটোরিকশা ব্যবহার না করে হাঁটার পরামর্শ ডিএমপি কমিশনারের

ভারত সফরে আসছেন ডোনাল্ড লু, যাবেন নেপাল-শ্রীলঙ্কায়ও

ঢাকায় বাইরের চেয়ে ঘরের বাতাসে মৃত্যুঝুঁকি বেশি

ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়: আসিফ নজরুল

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো তিনজনের

আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয় অর্ধেকে নামালো বাংলাদেশ

পায়ে পাড়া দিয়ে ঝগড়া করলে বাংলাদেশের মানুষ ভারতমুখী হবে না

চিন্ময়ের পক্ষে ছিলেন না আইনজীবী, জামিন শুনানি পেছালো

গায়েবি মামলার অপসংস্কৃতির সংস্কার চান ৯৫ শতাংশ মানুষ

অন্তঃসত্ত্বা ছিলেন শাহিদা, বিয়ের জন্য চাপ দেওয়ায় গুলি করে হত্যা

জামায়াতের নিবন্ধন নিয়ে আপিল শুনানি চলছে