বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ
ডেস্ক রির্পোট : বুদ্ধ পর্ণিমা উপলক্ষে মঙ্গলবার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে।
ভারতে লোকসভা নির্বাচনের কারণে সোমবারও এ পথে বাণিজ্য বন্ধ ছিল। বুধবার সকাল থেকে বাণিজ্য স্বাভাবিক হবে বলে জানা গেছে।
বাণিজ্য বন্ধ থাকায় বেনাপোল ও পেট্রাপোল বন্দরে আমদানি-রফতানি সংক্রান্ত সব কার্যক্রম বন্ধ রয়েছে। এতে শত,শত পণ্যবাহী ট্রাক আটকা পড়ে পণ্য জটের সৃষ্টি হয়েছে। প্রচণ্ড গরমের কারণে পচনশীল পণ্য নষ্ট হওয়ার সম্ভবনা রয়েছে।বেনাপোল স্থলবন্দরের আমদানি-রফতানি সমিতির সহ-সভাপতি আমিনুল হক বাণিজ্য বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।