বুধবার, ২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

আবরনি’র উদ্যোগে বিশ্ব মা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

1111111প্রতিনিধি: বৃদ্ধ বয়সে যেন কোন মা যেন বৃদ্ধাশ্রমে ঠাই না পায় বিশ্ব মা দিবস উপলক্ষে গতকাল সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্মৃতি পাঠাগারে আবরনি (একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন) এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের নির্বাহী পরিচালক হাবিবুর রহমান পারভেজের পরিচালনায় ও সাংবাদিক বাহারুল ইসলাম মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন। বক্তব্য রাখেন সাংবাদিক আমিরজাদা চৌধুরী, ব্যবসায়ী এনামুল হক, সংগঠনের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন, কাউসার আহমেদ হীরা, আনিছুর রহমান রনি, শারমিন সুলতানা। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক, লিজা আক্তার, সুমাইয়া রহমান, সদস্য অশেষ রায়, ইউনুছ ভূইয়া রিপন, মুরাদ, নাবিদ, সুলতান, রবিন, শিবলী। সভায় বক্তারা বিশ্বের সকল মায়ের প্রতি বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসা জ্ঞাপন করেন এবং সকল মায়ের প্রতি যতœশীল আচরন ও বৃদ্ধ বয়সে যেন কোন মা যেন বৃদ্ধাশ্রমে ঠাই না হয় সেই প্রত্যাশা করেন।