সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আইটি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৪’ শুরু ৪ জুন

IT Fairডেস্ক রির্পোট : দুই বছর বিরতির পর সর্ববৃহৎ আইটি মেলা ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’ আগামী ৪-৭ জুন অনুষ্ঠিত হবে। ডাক ও টেলিযোগোযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

শনিবার দুপুরে হোটেল রূপসী বাংলায় আইসিটি মন্ত্রণালয় ও বেসিসের এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।



‘ডিজিটাল ওয়ার্ল্ড’ প্রসঙ্গে তথ্য তুলে ধরেন বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ। তিনি বলেন, ‘মেলায় প্রদর্শনীর পাশাপাশি ৩০টি সেমিনার, ১০টি টেকনিক্যাল সেশন থাকবে। এছাড়াও সিইও নাইট, অ্যাওয়ার্ড নাইট, আউট সোর্সিং ফোরাম সহ ভিন্ন ধরনের আয়োজন থাকবে।’

মেলায় থাকছে সফ্টএক্সপো, ই-গভার্নেন্স প্রদশর্নী, মোবাইল ইনভেশন, ই-কমার্স, এম-কর্মাস, বিপিও ফোরাম, ডিজিটাল এন্টারপ্রাইজ, ডেভলপারস ফোরাম, বিজনেস ম্যাচমেকিং মেটিং। মেলায় বিশ্বের খ্যাতিমান বক্তা এবং তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞরা উপস্থিত থাকবেন।



সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের তথ্য প্রযুক্তি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রয়াসে ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে গত কয়েক বছর ধরে ‘ডিজিটাল ওয়ার্ল্ড’ অনুষ্ঠিত হয়ে আসছে। এর ধারাবাহিকতায় ডিজিটাল ওয়ার্ল্ড। দেশের সর্ববৃহৎ আইটি মেলার মাধ্যমে আমাদের দেশের প্রযুক্তির সম্ভাবনা প্রকাশিত হবে। তরুণ প্রজন্ম দেখবে তাদের ভবিষ্যতের গন্তব্য।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক এস এম আশফাক হুসেন, অতিরিক্ত সচিব কামাল উদ্দিন আহমেদ, বেসিসি সভাপতি শামীম আহসান, বেসিসের যুগ্ম মহাসচিব এম রাশিদুল হাসান, বেসিসের কোষাধ্যক্ষ শাহ ইমরাউল কায়িশ প্রমুখ।



 

এ জাতীয় আরও খবর