Psychotria Elata সুন্দর চুম্বন ঠোঁট
লাল রংয়ের একজোড়া যে ঠোট তা Psychotria Elata নামক একটি গাছের ফুল।
মধ্য এবং দক্ষিন আমেরিকার কলেম্বিয়া, ইকুয়েডর, পানামা এবং কষ্টেরিকার রেইন ফরেষ্টে এই গাছটি পাওয়া যায়। এই গাছটিকে রারবণিতাদের ঠোটের সাথে তুলনা করা হয়ে থাকে। বংশবিস্তারে জন্য হামবার্ড এবং প্রজাপতির দ্বারা পরাগায়নের আশায় এই রূপ ধারণ করে থাকে । তবে গাছের এই রূপ(ফুল) খুব একটা স্থায়ী হয় না।