নবীনগরে রেডক্রিসেন্ট দিবসে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রেডক্রিসেন্ট মা ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের উদ্যোগে আন্তজার্তিক রেডক্রিসেন্ট দিবসে বৃহসপতিবার সন্ধ্যায় উপজেলা পরিষদ মিলনায়তনে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোতিগতা ও একটি বর্নাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। র্যালী শেষে শেষে প্রভাষক ইকবার হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন আবু কামাল খন্দকার,মাহাবুব আলম লিটন,আবদুল মালেক,আসাদুজ্জামান কল্লোল, প্রভাষক মোসাম্মৎ খোরশেদা আক্তার প্রমূখ। পরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয় । চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিভিন্ন গ্রুপে বিজয়রা হচ্ছে ক-গ্রুপের ১ম ফয়সাল আজাদ,২য়-ইবনে সিয়াম বিন কামাল,৩য়-মাহদুদুল হাসান। খ-গ্রুপের ১ম মিসকাতুল জান্নাত মিম,২য়-উম্মে হাবিবা চৈতী,৩য় আফনান আক্তার ইসফা। গ-গ্রুপের ১ম সামিয়া আক্তার ছবি, ২য় সাবরিন জাহান অর্পিতা,৩য় মাসফিকুল হোসেন নুহাশ প্রমুখ ।