সরাইলে বজ্রপাতে কৃষক নিহত
জহির রায়হান : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা ইউনিয়নের লোপাড়া গ্রামে জমিতে কাজ করার সময় বজ্রপাতে আবদুল করিম (৪০) নামে এক কৃষক নিহত এবং দুই শিশু আহত হয়েছে।
আজ বুধবার আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুই শিশুকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, আবদুল করিমসহ কয়েকজন কৃষক ধান ক্ষেতে কাজ করার সময় আকস্মিক বজ্রপাতে আবদুল করিম ও দুই শিশু গুরুতর দগ্ধ হয়। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক আবদুল করিমকে মৃত ঘোষণা করেন। দগ্ধ তাসলিমা আক্তার (১০) ও মনির হোসেন (৮) কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।