কসবা উপজেলা স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারীদের পক্ষ থেকে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা
প্রতিনিধি :: বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন কসবা উপজেলা শাখার উদ্যোগে আজ ৬ মে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে এক সংবর্ধনা অনুষ্ঠান উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের হল রুমে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন কসবা উপজেলা শাখার সভাপতি শওকত আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড.আনিসুল হক ভুঁইয়া।
বিশেষ অতিথি ছিলেন সাধারণন ভাইস চেয়ারম্যান মোছাম্মদ শাহিন সুলতানা,মহিলা ভাইস চেয়ারম্যান মোছাম্মদ বিলকিছ আক্তার,উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ইকবাল হোসাইন,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি এমজি হাক্কানী প্রমুখ।
বক্তব্য রাখেন বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় মাঠ কর্মচারী এসোসিয়েশন কসবা উপজেলা শাখার সহসভাপতি ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক আবু জামাল, মহিলা বিষয়ক সম্পাদক পাপিয়া সুলতানা প্রমুখ।
প্রধান অতিথি বলেন স্বাস্থ্য কর্মীদের দির্ঘদিনের প্রাণের দাবী টেকনিক্যাল পদ মর্যাদা প্রদানসহ ৫দফা বাস্তবায়নে আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রি এডভোকেট আনিসুল হকের সাথে যোগাযোগকরেই সকল ব্যবস্থাদানের আশ্বাস প্রদান করেন।