নুর হোসেনকে আটকাতে আখাউড়া স্থলবন্দরে সতর্কতা
ডেস্ক রির্পোট : নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর ও সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
একই সঙ্গে তিনিসহ অন্য আসামিরা যেন পালিয়ে যেতে না পারে সেকারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশনকে সতর্ক করে দেওয়া হয়েছে। সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও) মো. মাঈনুদ্দিন ও ইমিগ্রেশন সূত্র জানায়, নূর হোসেনের পাসপোর্ট নম্বরসহ আরো কয়েকজনের তালিকা দিয়ে তারা যেন বৈধ পথেও ভারতে যেতে না পারে সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুসারে ইমিগ্রেশন কর্তৃপক্ষ সতর্ক রয়েছে।