সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

৫ জানুয়ারির নির্বাচন নিয়ে এইচআরডব্লিউর প্রতিবেদন সহিংসতার জন্য সরকার ও বিরোধীপক্ষ দায়ী

অনলাইন ডেস্ক: বাংলাদেশে গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন সহিংসতায় ক্ষতবিক্ষত হয়েছিল। এর জন্য সরকার ও প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর সদস্যরা সবাই দায়ী।

নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) এক নতুন প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। প্রতিবেদনটি গতকাল মঙ্গলবার এইচআরডব্লিউর ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

ওই প্রতিবেদনে নির্বাচনের আগে, পরে ও নির্বাচনকালীন নির্যাতনের জন্য সরকার ও বিরোধী—উভয় পক্ষকে দায়ী করা হয়েছে।

বাংলাদেশের মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিতর্কিত নির্বাচনকে কেন্দ্র করে সহিংস হামলায় কয়েক শ মানুষ হতাহত হন।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ব্র্যাড অ্যাডামস বলেছেন, স্বাধীনতার পর থেকে এটি সবচেয়ে রক্তাক্ত নির্বাচন। এ সময় যা ঘটেছে, তা নিরসনে দৃঢ় পদক্ষেপ নেওয়া না হলে বাংলাদেশের পরিস্থিতি সম্ভবত আরও খারাপের দিকে যাবে।

অ্যাডামস আরও বলেন, প্রধান রাজনৈতিক দলগুলোর নেতাদের শুধু এই অর্থহীন সহিংসতার নিন্দা করে প্রকাশ্যে বিবৃতি দেওয়াই যথেষ্ট নয়। হিংসাত্মক কার্যকলাপের জন্য দায়ী দলের সদস্যদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়াও গুরুত্বপূর্ণ।

 বিস্তারিত আসছে…

এ জাতীয় আরও খবর