সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

তারেক রহমানকে নিয়ে মিথ্যা ষড়যন্ত্রের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদ সভা

1078bnp patakaপ্রতিনিধি :  সোমবার বিকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে জননেতা তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র এবং কটুক্তির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিকালে মিছিল শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মোঃ মনির হোসেন। সভা পরিচালনা করেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ লোকমান হোসেন। এতে বক্তব্য রাখেন জেলা যুবদলের অন্যতম সদস্য পৌর যুবদলের আহ্বায়ক তানিম সাহেদ রিপন, শরীফ হোসেন, শাহীনুর রহমান, কাউছার মিয়া, সদর থানা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউল হক জসীম মেম্বার, এডঃ ইয়াছিন, মুক্তার হোসেন, নুরুল হক, জীবন মিয়া, আরীফ, নাছির, শামীম রেজা, জুবায়ের নূর, তাজুল প্রমুখ। বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চলমান আন্দোলনকে আরও বেগমান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।