আখাউড়ায় এক যবুকের খন্ডিত লাশ উদ্ধার
প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর রেল স্টেশন এলাকা থেকে এক যুবকের খন্ডিত লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
আজ শুক্রবার দুপুর ১টায় স্টেশনের দক্ষিণ আউটার সিগন্যালের কাছ থেকে লাশটি উদ্ধার করা হয়।
আখাউড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মুখলেছুর রহমান জানান, দুপুরে রেল লাইনের পাশে একটি হাত, একটি পা সহ মস্তকের খন্ডিত অংশ উদ্ধার করা হয়। রেল লাইনের প্রায় আধা কিলোমিটার পর্যন্ত রক্তের দাগ লেগে ছিল। ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ওই যুবক ট্রেনে কাটা পড়ে মারা যান।