রবিবার, ২০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের ৩য় দিনে

sa,,,,,,,,,,,,রিয়াসাদ আজিম : কবি আসাদ চৌধুরীকে সাহিত্য একাডেমির খান মোহাম্মদ ফারাবী স্মৃতি পুরস্কার প্রদানকবি আসাদ চৌধুরী বলেছেন, খান মোহাম্মদ ফারাবী এদেশের সাধারণ মানুষের মুক্তির জন্য লড়েছেন। সাহিত্য চর্চার পাশাপাশি তিনি রাজীনতি করেছেন। তার রাজনীতিছিল শোষনহীন সমাজ গঠনের রাজনীতি। কিন্তু দু:খের বিষয় এই যে, ফারাবী তার লক্ষ্যে পৌছার আগেই অকালে মৃত্যুবরণ করেছেন। তিনি যে রাজনীতি করতেন যে রাজনীতির াদির্শ বাস্তবায়ন করতে পারলেই এদেশের ব্যাপক গণ মানুষের মুক্তি আসবে। তিনি আক্ষেপ করে আরোও বলেন, যে রাজনীতিবিদদের কাছে আজ রাজনীতি নেই, রাজনীতি চলে গেছে টাকাওয়ালাদের কাছে। টাকা দিয়ে রাজনীতি বিক্রি হচ্ছে। এ অবস্থার পরিবর্তন করতে হবে। তিনি গত বুধবার ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্ত্বরে সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের ৩য় দিনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এর আগে কবি আসাদ চৌধুরীকে সাহিত্য একাডেমির খান মোহাম্মদ ফারাবী স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। সাহিত্য একাডেমির পরিচালক এডভোকেট আবু তাহের এর সভাপতিত্বে আলোচনা করেন লেখক ও প্রবীণ সাংবাদিক মুহাম্মদ মুসা, সাহিত্য একাডেমির পরিচালক মজিবুল বারী, দৈনিক সমতচবার্তার সম্পাদক মনজুরুল আলম, কবি ও প্রাবন্ধিক মহিবুর রহিম, রফিক উদ্দিন ভ’ঁইয়া, চড়াকার শাহাদাত বকত সাহেদ। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিশির। দিবস পরিচিতি পর্বে খান মোহাম্মদ ফারাবীর সংখীপ্ত জীবনী পাঠকরেন সাহিত্য একাডেমির নির্বাহী সদস্য তাসলিমা আক্তার রোমা। খান মোহাম্মদ ফারাবী স্মৃতিপুরস্কার প্রাপ্ত কবি আসাদ চ্যেধুরীর পরিচিতি পাঠ করেন সাহিত্য একাডেমির পরিচালক মানবন্ধন পাল। স্বরচিত কবিতা পাঠ করেন, সাইফুল ইসলাম, রফিকল ইসলাম। আবৃত্তি করেন নিজয় হাসান সোহেল ও অঞ্জন কোমার দাস। এর আগে সূচনা পর্বে সঙ্গীত পরিবেশন করেন উদীচী শিল্পীগোষ্ঠী ব্রাহ্মণবাড়িয়া। পরে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন তিতাস ললীতকলা একাডেমি ব্রাহ্মণবাড়িয়া। মেলা চলবে আগামী ৭ বৈশাখ পর্যন্ত। 

shahitto academy pic 1 = 17-04-2014

এ জাতীয় আরও খবর

পেঁয়াজের দাম দ্বিগুণ, সরকারকে বেকায়দায় ফেলার চক্রান্ত!

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তানের রাজধানী

‘ট্রাম্প-শি-মোদি ধাক্কা দিয়ে কিছু করে যাবে না, আমাদের করতে হবে’

ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে এনসিপি

আগামী নির্বাচন দেশের ইতিহাসে সর্বোত্তম হবে: প্রধান উপদেষ্টা

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি, কী হয়েছে সৃজিতের?

গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

সিরিয়া থেকে এক হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

কঙ্গোতে নৌকা উল্টে নিহত অন্তত ১৪৮

নিজের বাড়ির সামনেই ভেসে উঠল সেই শিশুর মরদেহ

‘একমত চিহ্নিত করেছি, জাতির আকাঙ্ক্ষায় জাতীয় সনদ তৈরি হবে’