শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়ায় ইয়াবাসহ নারী পাচারকারী গ্রেফতার

arrest-75[1]প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৩৫ পিস ইয়াবাসহ ফুলবানু (৩৫) নামে এক নারী পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।



বুধবার সকাল সাড়ে ৮টায় আখাউড়া পৌর শহরের মালদার পাড়া থেকে ফুলবানুকে গ্রেফতার করা হয়।



পুলিশ সূত্র জানায়, সকালে আখাউড়া থানা পুলিশের একটি দল শহরে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পৌর শহরের মায়াবী সিনেমা হলের পাশে মালদার পাড়া থেকে ৩৫ পিস ইয়াবাসহ ফুলবানুকে গ্রেফতার করা হয়।



আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মাদ হোসেন জানান, এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।



এর আগে মঙ্গলবার রাতে পুলিশ দুই কেজি গাঁজাসহ শাহিনুর বেগম (৩২) নামে ঢাকার ডেমড়া এলাকার বাসিন্দা এক নারী মাদক পাচারকারীকে গ্রেফতার করে।

এ জাতীয় আরও খবর