বুধবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

তবুও রোদে পুড়লো শিক্ষার্থীরা

Studentজনপ্রতিনিধিদের সংবর্ধনার নামে রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সত্বেও সরাইলে রোদে পুড়লো শিক্ষার্থীরা। মঙ্গলবার সরাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের অপেক্ষায় থেকে রোদে পুড়লো তারা। কাঠ ফাটা রোদে দাড়িয়ে হাঁপিয়ে ওঠে শিক্ষার্থীরা। তবে সাংবাদিকদের আনাগোনা দেখে শিক্ষাথীদের সরিয়ে দেয় পুলিশ।

আশুতোষ চক্রবর্ত্তী স্মারক শিক্ষাবৃত্তি প্রদান উপলক্ষে বিদ্যলয়ে আয়োজিত অনুষ্ঠানের প্রধান গেটের সামনে লাইনে দাঁড়িয়ে থাকে শিক্ষার্থীরা। লাইনে কেন দাড়িয়ে আছে জানতে চাইলে সরাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের ষষ্ট শ্রেণীর ছাত্রী সুমাইয়া বলে, ‘মন্ত্রী আসবেন তাই আমরা অপেক্ষা করছি।’

স্কুলের নবম শ্রেনীর ছাত্রী নবীয়া বেগম জানায়, তারা দশটা থেকে দাড়িয়ে আছে।  এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ূব খানের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জানান, স্কুলের কিছু শিক্ষার্থী লাইনে দাঁড়িয়ে আছে দেখে তিনি সরিয়ে দেন।

উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি জনপ্রতিনিধিদের সংবর্ধনার নামে শিক্ষার্থীদের রাস্তায় দাঁড় করিয়ে রাখার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলে, ‘এ নির্দেশ না মানলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।’

তবে মঙ্গলবারের এ ঘটনায় কী ব্যবস্থা নেয়া হবে তা এখন দেখার বিষয়।

 

বাংলামেইল২৪ডটকম/

 

এ জাতীয় আরও খবর

সকালে মাঠে নামছে ব্রাজিল, একাদশ যেমন হবে

তৌফিক-ই-ইলাহী গ্রেপ্তার

মিয়ানমার সীমান্ত থেকে বাংলাদেশি ট্রলার লক্ষ্য করে গুলি

১৫ সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ করবে বিএনপি

গুজরাটের শহরকে নিজেদের বলে দাবি পাকিস্তানের, ভারতে বিতর্কের ঝড়

ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৩৪ জন

প্রয়োজনে আবারও গণঅভ্যুত্থান হবে: সারজিস আলম

বৃহত্তর চট্টগ্রামে ফের অতিভারী বৃষ্টির আভাস

উত্তপ্ত মণিপুরে এবার ইন্টারনেট বন্ধ

ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক গণপূর্তমন্ত্রীসহ ১৯৫ জনের নামে হত্যা মামলা 

আইডিয়ালের সাইনবোর্ড খুলে নিয়ে গেলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা

বন্যায় ক্ষতিগ্রস্তদের ইলেকট্রনিক্স পণ্যে ফ্রি সার্ভিস দিচ্ছে ভিশন