সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের উদ্ধোধন

brahmanbaria pic = 15-04-2014রিয়াসাদ আজিম : জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশারফ হোসেন বলেছেন, আবহমান বাংলার চিরায়ত উৎসব বৈশাখী মেলা । একে কেন্দ্র করে মুক্তিযুদ্ধের চেতনায় অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে। তিনি গতকাল সোমবার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষাচত্ত্বরে সাহিত্য একাডেমি আয়োজিত সপ্তাহব্যাপী বৈশাখী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য একথা বলেন। বিশেষ অতিথির বক্তব্য পুলিশ সুপার মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, বাঙালির প্রাণের উৎসবের নাম বৈশাখী উৎসব। একে কেন্দ্র করে বাঙালি ঐক্যবদ্ধ হতে পারে। অনুষ্ঠানে আন্তজাতীক খ্যাতি সম্পন্ন চলচিত্র নির্মাতা ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোরশেদুল ইসলামকে সাহিত্য একাডেমি আজিবন সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা ্রহণের পর তিনি তার অভিব্যক্তি ব্যক্ত করার সময় বলেন, সাহিত্য একাডেমি একটি ঐতিহ্যবাহী সংগঠন। এই সংগঠন থেকে সম্মাননা পেয়ে এমি আনন্দিত এই সম্মাননার কথা আমার আজীবন মনে থাকবে। সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মোরশেদুল ইসলামের সহ ধর্মিনী মুনিরা মোরশেদ মুন্নি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজা, বাংলাদেশ টেলিভিশন, ইত্তেফাকের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মোহাম্মদ আরজু। শুভেচ্ছা বক্তব্য রাখেন এডভোকেট লিটন দেব। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক মিজানুর রহমান শিশির। এদিন ছিল রামকানাই দত্ত দিবস। রামকানায় দত্তের পরিচিতি সংক্ষিপ্ত পরিচিতি পাঠ করেন সাইফুল ইসলাম। এদিকে অনুষ্ঠানের শুরুতে সাহিত্য একাডেমির আজীবন সদস্য ফজলুল করিমের এর মৃত্যুতে ১ এক মিনিট নিরবতা পালন করা হয়।


 

এ জাতীয় আরও খবর