মঙ্গলবার, ১৬ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৩রা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আইন শৃঙ্খলা রক্ষায় সকলে একযোগে কাজ করতে হবে — জেলা প্রশাসক

DC রোববার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার), পৌর মেয়র মোঃ হেলার উদ্দিন, সিভিল সার্জন ডাঃ নারায়ন চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট নাজমা বেগম, বিজিবি ১২ ব্যাটালিয়ানের উপ পরিচালক মেজর মোঃ এরশাদুল হক, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সরাইল উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান, নবীনগর উপজেলার বিদায়ী চেয়ারম্যান জিয়াউল হক সরকার, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বশিরুল হক, কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল সাইফুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের জেল সুপার গিয়াস উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মিজানুর রেজাসহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আইন শৃঙ্খলা রক্ষায় সকলে একযোগে কাজ করতে হবে। জেলায় বিভিন্ন অনিয়ম রোধ করতে প্রশাসন মোবাইল কোর্ট ব্যাপকভাবে পরিচালনা করবে। এবং যারা অপরাধের সাথে জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কৃষি উপকরণ, সার কোন অবস্থাতেই যেন সীমান্ত পার হতে না পারে সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে। পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) বলেন, জেলার দাঙ্গা রোধ করতে পুলিশ প্রশাসন কঠোরভাবে কাজ করবে। যারা দাঙ্গার সাথে জড়িত থাকবে, তাদের প্রত্যেকের বিরুদ্ধে মামলায় সুনির্দিষ্ট চার্টশীট প্রদান করা হবে। এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি এ সময় শহরের যানজট নিরসনে অবৈধভাবে সিএনজি অটোরিক্সা যাতে শহরের প্রবেশ করতে না পারে সেই দিকে নজরদারী জোরদার করা হবে বলে জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানান। পরে সভা শেষে নবীনগর উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান জিয়াউল হক সরকারকে এবং নবাগত সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ আব্দুর রহমান ও আখাউড়া রেলওয়ে থানার জিআরপি ওসি নুরুল আমিনকে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পিপিএম (বার) এর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান।