গৃহবধূকে শ্বাসরোধে হত্যা
প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় রোজী আক্তার (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ৮টায় আখাউড়া উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মৃত গৃহবধূ রোজী আক্তার আখাউড়া উপজেলার মাঝিগাছা গ্রামের মৃত জাহের মিয়ার মেয়ে।
পুলিশ ও রোজীর মা জোহেরা খাতুন জানায়, ফরিদপুরের বাসিন্দা কাদির সর্দারের ছেলে রফিক মিয়ার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে রোজীর পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠলে ৬ মাস পূর্বে তারা পরিবারের অমতে বিয়ে করে।
এর পর থেকে স্বামী রফিক তার স্ত্রীকে নিয়ে শ্বশুরালয়ে বসবাস করতে থাকে। বিয়ের পর পরই তাদের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে প্রায় কলহ হত। শনিবার পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী রফিক রোজীকে গলায় জামা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে ফেলে চলে যায়।
পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রোজীকে আখাউড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।
আখাউড়া হাসপাতালের চিকিত্সক ডা. মো. সুমন ভূঁইয়া বলেন, মৃতের গলায় ও বা পায়ের গোড়ালীতে আঘাতের চিহ্ন রয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাম্মদ হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।