শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

সরকার, আ.লীগ, ছাত্রলীগ সবাই আমাদের বন্ধু: শফী

শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রামের লালদিঘী মাঠে দুই দিনব্যাপী রেসালাত সম্মেলনের প্রথম দিনে একথা বলেন কওমি মাদ্রাসাভিত্তিক সংগঠনটির আমির।

শফী বলেন,  “হাসিনা সরকার, আওয়ামী লীগ বলেন আর ছাত্রলীগ বলেন, সবাই আমাদের বন্ধু। এদের সাথে আমাদের কোনো আদাবত নাই।

“কেউ যদি হাসিনা সরকার, আওয়ামী লীগ, ছাত্রলীগকে আমাদের দুশমন বুঝে থাকেন এমনটা ভুল হবে।”

হেফাজতে ইসলামের আমির বলেন, “আমরা হাসিনা সরকারকে কোনো গালি দিইনি। এখানে হাসিনা সরকার আসতে না পারলেও আওয়ামী লীগের অনেক লোক এসেছে।”

যুদ্ধাপরাধীর সর্বোচ্চ শাস্তির দাবিতে গত বছর ফেব্রুয়ারিতে শাহবাগে গণআন্দোলন শুরু হলে ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যা দিয়ে গণজাগরণের বিরুদ্ধে মাঠে নামে হেফাজতে ইসলাম।

নারীনীতি বাতিল ও ব্লগারদের গ্রেপ্তারসহ ১৩ দফা দাবিতে গত বছর ৫ মে মতিঝিলে সমাবেশ ডাকে মাদ্রাসাভিত্তিক সংগঠনটি। তাদের ওই সমাবেশ ঘিরে মতিঝিল, পল্টনসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ব্যাপক সহিংসতা হয়।

এরপর সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে ছড়িয়ে পড়া একটি ভিডিওচিত্রে আহমদ শফীকে নারীদের তেঁতুলের সঙ্গে তুলনা করে বক্তব্য দিতে দেখা যায়।

রেসালাত সম্মেলনে হেফাজত আমির বলেন, “ভুল-ত্রুটি, ভুল-ভ্রান্তি অবশ্যই হয়েছে, হচ্ছে। জানা-অজানা, ইচ্ছা-অনিচ্ছায়, গোপনে- প্রকাশ্যে বহু গুনাহ করেছি।”

এসময় তিনি সবাইকে তওবা করে ‘আল্লাহর দরবারে’ ক্ষমা চাওয়ার অনুরোধ করেন।

শফী বলেন, “আমরা যদি ভালো হয়ে যাই তাহলে সরকারও ভালো হয়ে যাবে। আমরা যদি খারাপ হই সরকার আমাদের ওপর বিভিন্ন ধরনের জুলুম, নির্যাতন-অত্যাচার করবে।”

‘আপন ভালো হলে জগৎ ভালো’- মন্তব্য করে তিনি বলেন, “চলেন আমরা ভালোভাবে তওবা করি। আমরা খারাপ হয়ে গেছি।”

এ সময় গার্মেন্টস শিল্পের উন্নয়নের জন্য অনুসারীদের নিয়ে প্রার্থনা করেন হেফাজতে ইসলামের আমির।

সম্মেলনে অন্যদের মধ্যে হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী, যুগ্ম-মহাসচিব মাহমুদুল হাসান, লালবাগ মাদ্রাসার মোহাদ্দেছ মুফতি শাখাওয়াতসহ সংগঠনটির বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য দেন।

bdnews24.com

এ জাতীয় আরও খবর

তারা শুধু ছুটির দিনেই ছিনতাই করে

সরকারি চাকরিজীবী যুবককে তুলে নিয়ে মেয়ের সঙ্গে বিয়ে দিলেন বাবা

যে নিয়মে করোল্লা রাঁধলে তেতো লাগবে না

এইডস কীভাবে ছড়ায়? প্রতিরোধে করণীয়

নিম্নচাপ: সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত

ট্রেনে কক্সবাজার থেকে ঢাকায় আসতে পেরে উচ্ছ্বসিত যাত্রীরা

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু

ইতিহাস গড়তে শেষ দিনে বাংলাদেশের প্রয়োজন ৩ উইকেট

জাকির নায়েককে সাড়ে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিলেন মালয়েশিয়ান নেতা

ভেদাভেদ ভুলে আবারও নৌকাকে বিজয়ী করতে হবে: পরিকল্পনামন্ত্রী

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ক্ষতিগ্রস্তদের পাশে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

সিঙ্গাপুরকে ৩-০ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ