সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

নাসিরনগরে সার ও বীজ বিতরন

Bizনাসিরনগর উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগ ও প্রশাসনের উদ্যোগে রবিবার উপজেলা পরিষদ চত্বরে ১ বিঘা জমিতে আউশ আবাদে কৃষকদের উদ্ধুদ্ধ করতে ৯০ জন প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের  মধ্যে জন প্রতি ২০ কেজি ইউরিয়া, ১০ কেজি এমপিও,১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি উপসি বীজ ধান ও সেচ খরচ বাবদ ৩০০ টাকা বিতরন করা হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা চৌধুরী মোয়াজ্জম আহমেদের সভাপতিত্বে সার ও বীজ বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নব নির্বাচিত উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার,নব নিবার্চিত ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা তাজিরুল ইসলাম, ভেটেনারী সার্জন ডাঃ আবদুল-আল মারুফ, সংসদ সদস্যের প্রতিনিধি মোঃ সগির আহমেদ, সাংবাদিক আকতার হোসেন ভুইয়া প্রমূখ।